ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশিত: ০২:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

মুন্সীগঞ্জে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তথ্য পেলে মুক্তি মেলে,সোনার বাংলায় স্বপ্ন ফলে”এই শ্লোগান নিয়ে মুন্সীগঞ্জে পালিত হয়েছে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে একটি বর্ণাঢ্য র্যাজলী বের হয় । র্যা লীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.মোঃ শহিদুল ইসলাম, এডিএম শওকত আলম মজুমদার, সরকারী হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, এ্যাড মো হুমায়ন কবির শাহিন, মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, সাংবাদিক তানভীর হাসান প্রমুখ।
×