ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোসাদ্দেকের ব্যাটিং বীরত্বে বাংলাদেশ ২০৮

প্রকাশিত: ০০:১৭, ২৮ সেপ্টেম্বর ২০১৬

মোসাদ্দেকের ব্যাটিং বীরত্বে বাংলাদেশ ২০৮

অনলাইন রিপোর্টার ॥ শততম ওয়ানডে জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ২০৯ রান। আফগান স্পিনারদের দাপটে ২০৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সবোর্চ্চ ৪৫ রান করেছে অপরাজিত থাকলেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। টস হেরে ব্যাটিং করে বাংলাদেশ ৪৯ ওভার দুই বলে সংগ্রহ করে ২০৮ রান। শুরু থেকে সতর্ক সূচনা করলেও আফগানদের নিয়ন্ত্রিত বোলিং এক সময় ভেঙে দেয়ে টাইগাদের ব্যার্টিং দূর্গ। ১৪১ রানে সাত উ‌ইকেট হারালো বাংলাদেশ। সেখান থেকে যেন দলটাকে টেনে তুলার চেষ্টা চালালেন মোসাদ্দেক। অবশ্য ব্যর্থও নন তিনি। বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোর এনে দিয়েছেন। ১৬৫ রানে নয় উইকেট হারানো বাংলাদেশকে স্বপ্ন দেখায় অভিষেক হওয়া মোসাদ্দেক সাথে সঙ্গ দেয় রুবেল হোসেন। শুরু থেকে একের পর এক উইকেট পতন অসহায়ই মনে হচ্ছিল টাইগারদের। তবে ছাড়ার পাত্র নয় টাইগাররাও। উইকেট পতনের মধ্যেও বারবার নিজেদের ম্যাচে ফেরানোর আপ্রান চেষ্টা চালিয়েছেন। আর তাই সর্বশেষ সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ঝুলিতে সংগ্রহ ২০৮ রান। এর আগে শুরতেই ব্যাক্তিগত ২০ রানে বিদায় নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। ১১তম ওভারের চতুর্থ বলে দৌলত জারদানের বলে মিরওয়াশ আশরাফের হতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর দলীয় অর্ধশত রান পূর্ণ করার পর ১৩ তম ওভারে বিদায় নিয়েছেন আর এক ওপেনার সৌম্য সরকার। তামিমের মত ব্যাক্তিগত ২০ রানে হাসমতউল্লাহ শহিদের বলে তিনিওমিরওয়াশ আশরাফের হতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। ৩৯ বলে ব্যাক্তিগত ২৫ রানে নাভিন উল হকের বলে সাজঘরে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসানের ওপর আস্থা ছিল পাহাড় সমান; কিন্তু তিনিও ব্যর্থ। মাত্র ১৭ রান করে লেগ বিফোর আউট হয়ে গেলেন তিনি। যদিও এ ক্ষেত্রে আম্পায়ারের ভুলের শিকার তিনি। টিভি রিপ্লেতে দেখা যাচ্ছিল সাকিবের লেগ বিফোর আউটে ব্যাটে লেগে বল প্যাডে লেগেছিল। সাকিবের পর ফিরে গেলেন সাব্বির রহমানও। গত ম্যাচেও তিনি ছিলেন ব্যর্থ। এই ম্যাচেও আস্থার প্রতিদান দিতে পারলেন না। উইকেট বিলিয়ে দিলেন দলনেতা মাশরাফিও। ৪ রান করে সাব্বির রহমান ও ২ রান করে ফিরে গেছেন অধিনায়ক মাশরাফি।
×