ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে দুর্গা প্রতিমা ভাংচুর ॥ আটক ২

প্রকাশিত: ০০:০৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬

হবিগঞ্জে দুর্গা প্রতিমা ভাংচুর ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ একদল দুর্বৃত্ত কর্তৃক হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের পল্লী ফুটারমাটিতে একাধিক দুর্গা প্রতিমা ভাংচুর সহ ব্যাপক ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার মধ্য রাতে সংঘটিত এই ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, সংশ্লিস্ট উপজেলাধীন কুর্শি ইউনিয়নভূক্ত ফুটারমাটি গ্রামের বাসিন্দা উকিল মিয়ার পুত্র আবু তাহের ও একই গ্রামের তাহির আলীর পুত্র জাবেদ মিয়া। পুলিশ জানায়, আসন্ন দুর্গা পূঁজা উপলক্ষে ওই রাতে সংশ্লিস্ট গ্রামের বাসিন্দা ফনিভূষন সূত্র ধরের বাড়ীতে প্রতিমা তৈরীর কাজ চলছিল। এসময় নাকি উক্ত যুবকরা উচ্চস্বরে গান-বাজনায় লিপ্ত ছিল। এতে ক্ষুব্ধ হন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত এই পরিবারের সদস্য ও কারিগররা। এক পর্যায়ে তারা গান-বাজনায় বাঁধা দিলে যুবকরা ক্ষিপ্ত হয়ে বাকবিন্ডায় জড়িয়ে পড়ে। শুধু তাই নয়, এ সময় যুবকরা বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর করে। এ খবর পেয়ে রাত ১২ টার দিকে সংশ্লিস্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উক্ত দুই যুবককে আটক করে। তবে প্রতিমা ভাংচুরের সাথে তাদের সর্ম্পক্ততা নেই বলে দাবী করেছে আটককৃত যুবকরা। তাদের বক্তব্য, গান-বাজনার সময় বাঁধা দেয়া নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটলেও প্রতিমা ভাংচুর সাজানো। এদিকে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×