ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গি অর্থায়ন ॥ বাংলাদেশের পদক্ষেপের বিরোধিতা করেছিল ৪ দেশ

প্রকাশিত: ০০:০৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গি অর্থায়ন ॥ বাংলাদেশের পদক্ষেপের বিরোধিতা করেছিল ৪ দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জঙ্গি অর্থায়ন প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের বিরোধিতা করেছিল চারটি দেশ এবং সমর্থন করেছিল ৯টি দেশ। বিরোধিতা করা দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)-এর বার্ষিক সভায় এ সম্পর্কিত এক প্রতিবেদনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিএফআইইউ প্রধান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মুহাম্মদ রাজী হাসান পাঁচটি বিষয়ে সারসংক্ষেপ উপস্থাপন করার পর ওই চারটি দেশ বিরোধিতা করার কারণে তা অনুমোদন হয়নি। তবে international cooperation-এর বিষয়ে যুক্তরাষ্ট্র বিরোধিতা করলেও বাংলাদেশ রেটিং উন্নয়নের প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া financial intelligence-এর রেটিং মডারেট হতে substential পর্যায়ে উন্নতকরণের প্রস্তাব ওই চারটি দেশের বিরোধিতার কারণে তা করা যায়নি। তবে ইনভেস্টিগেশন ও প্রোসিকিউশনের বিষয়ে কোনও দেশ বিরোধিতা না করায় বাংলাদেশের রেটিং মডারেট হতে সাবস্টেনশিয়াল করা। এপিজি’র বার্ষিক সভায় বাংলাদেশের পক্ষে ভারত, ফিজি, থাইল্যান্ড, নেপাল, ভুটান, চীন, মালদ্বীপ, ফিলিপাইনসহ পনেরটি দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন বলেও জানানো হয়।
×