ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে অস্ত্র ও মাদকসহ ৪জন আটক

প্রকাশিত: ০০:০৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

দাউদকান্দিতে অস্ত্র ও মাদকসহ ৪জন আটক

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও পৌরসভার কাউন্সিলর রকিব উদ্দিন রকিবকে গুলির ঘটনায় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো দাউদকান্দি উপজেলার দোনারচর গ্রামের আলমাস খন্দকারের ছেলে সালাম খন্দকার (৪০) ও মোল্লাকান্দি গ্রামের রিপন বেপারী পালিয়ে গেলে স্ত্রী কোহিনূর বেগমকে (৩৮) আটক করা হয়। এ সময় রিপন বেপারীর বাড়ি থেকে ২টি পিস্তল, ১টি পাইপ গান, এক রাউন্ড কার্তুজসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০জানুয়ারি দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও কাউন্সিলর রকিব উদ্দিন রকিবকে গুলি করে সন্ত্রাসীরা। এঘটনায় ৩১ জানুয়ারি রকিবের স্ত্রী সামছুন্নাহার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় সালাম খন্দকারসহ ৭জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ আজ বুধবার ভোরে সালাম খন্দকারকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে মোল্লাকান্দি গ্রামের রিপন বেপারীর ঘর থেকে ২টি পিস্তল, ১টি পাইপ গান, এক রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রিপন বেপারী পালিয়ে গেলে তার স্ত্রী কোহিনূর বেগমকে আটক করা হয়। অপরদিকে একই উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে গৌরীপুর ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো সাতপাড়া গ্রামের সামসুল হকের পুত্র মাসুদ রানা (২২) ও পৌরসভার মাইজপাড়া (দিঘীর পাড়) গ্রামের মমিন মিয়ার পুত্র নাহিদুল ইসলাম হৃদয়(২৪)। তাদের কাছ থেকে দু’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়েরের পর তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
×