ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে অগ্নিকান্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

প্রকাশিত: ০০:০১, ২৮ সেপ্টেম্বর ২০১৬

বরিশালে অগ্নিকান্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার কারফা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান, একটি ক্লাবঘর ও দুইটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বুধবার ভোর রাত সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে উজিরপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। বরিশাল ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত ফায়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, ভোর সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে কারফা বাজারে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে একটি বইয়ের দোকান, দুইটি ওষুধের, একটি স্বর্ণের, একটি কাপড়ের, একটি মুদি দোকান ও প্রভাতী যুব সংঘ ক্লাব সম্পূর্ণ ভস্মিভূত হয়। এছাড়া অগ্নিকান্ডে আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া পাশের একটি দুর্গা মন্দিরে আগুন ছড়িয়ে পড়লে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে মন্দিরে লাগা আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
×