ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তামিমের পর সৌম্যের বিদায়

প্রকাশিত: ২২:৫২, ২৮ সেপ্টেম্বর ২০১৬

তামিমের পর সৌম্যের বিদায়

অনলাইন রিপোর্টার ॥ আজ জিতলেই ওয়ানডেতে জয়ের সেঞ্চুরিটা করে ফেলবে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে দেশের ক্রিকেটের সেই মাহেন্দ্রক্ষণের শুরুটা করেছে মাশরাফির দল। তবে ব্যাটিং করতে নেমে তামিম-সৌম্যর শুরুটা হয়েছে বেশ সাবধানী। প্রথম পাঁচ ওভারে মাত্র ১৯ রান তোলেন এই দুই ব্যাটসম্যান। পরের ৫ ওভারে অবশ্য তুলনামূলক আক্রমনাত্মক ব্যাটিং করেছেন তামিম-সৌম্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান। ইতিমধ্যে ব্যাক্তিগত ২০ রানে বিদায় নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। ১১তম ওভারের চতুর্থ বলে দৌলত জারদানের বলে মিরওয়াশ আশরাফের হতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর দলীয় অর্ধশত রান পূর্ণ করার পর ১৩ তম ওভারে বিদায় নিয়েছেন আর এক ওপেনার সৌম্য সরকার। তামিমের মত ব্যাক্তিগত ২০ রানে হাসমতউল্লাহ শহিদের বলে তিনিওমিরওয়াশ আশরাফের হতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ বছর পার করেছে বাংলাদেশে। এর মধ্যে ৩১৩টি ওয়ানডে খেলেছে লাল-সবুজের দল। প্রথম ওয়ানডেতে আফগানদের ৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা।
×