ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তি নিহত

প্রকাশিত: ২২:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তি নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এরশাদ আলী (৬০) নামের সাবেক এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরীর বর্ণালীর মোড় রেলক্রসিংয়ে লাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী খাদ্য মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তিনি গোদাগাড়ীর লোলিত নগর এলাকার মাকরান্দা গ্রামের অধিবাসী। তিনি ভারতে যাওয়ার জন্য ভিসা করতে এসেছিলেন। রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন জানান, বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী স্টেশনে আসছিল। এ সময় নগরীর বর্ণালীর মোড় রেলক্রসিংয়ের অপরপাশ দিয়ে যাচ্ছিলেন এরশাদ আলী। ট্রেনটি বর্ণালী মোড় রেলক্রসিং-এর কাছাকাছি আসার পরও তিনি দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এতে ট্রেনে কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করে। তার ভাগ্নে হাসানুর রহমান পুলিশকে জানিয়েছেন, ভারতীয় ভিসা করার জন্য এরশাদ আলী রাজশাহীতে এসেছিলেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।
×