ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শততম জয়ের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২১:৫২, ২৮ সেপ্টেম্বর ২০১৬

শততম জয়ের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ দশ মাস পর ওয়ানডে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। প্রথম ওয়ানডেতে জয়ে সিরিজ শুরু করে আজ ওয়ানডেতে ১০০তম জয়ের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ। ইতিহাস গড়ার ম্যাচে দলে ঢুকে পড়েছেন মোসাদ্দেক হোসেন। আজ ওয়ানডে অভিষেক হচ্ছে এই ডানহাতি ব্যাটসম্যানের। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে আফগানিস্তান। প্রথম ওয়ানডের মতো আজও ব্যাটিংয়ে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডের দলে শুধু এই একটি পরিবর্তনই এনেছে বাংলাদেশ। ইমরুল কায়েসের স্থানে ডাক পেয়েছেন তিনি। আর কোনো চমক রাখেনি বাংলাদেশ দল। বাংলাদেশের মত আফগানিস্তান দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচে ৯ রান করা ওপেনার সাবির নূরীর পরিবর্তে এসেছেন নওরজ মঙ্গল। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, নওরোজ মঙ্গল, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর স্টানিকজাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মিরওয়াইজ আশরাফ, দাওলাত জাদরান, করিম জানাত
×