ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে উদীচীর সন্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

গফরগাঁওয়ে উদীচীর সন্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ‘জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙবেই’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গফরগাঁও শাখার চতুর্থ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গফরগাঁও সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সন্মেলনের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আমির হোসেন। গোলাম মো. ফারুকীর সভাপতিত্বে রোবেল মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সংসদের সহ-সভাপতি মো: আতাউর রহমান, কবি মুহাম্মদ ফারুক, শিশু সংগঠক সাংবাদিক ফকির এ মতিন,কমিউনিস্ট পার্টি গফরগাঁও শাখার সভাপতি সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, গ্রাম সাহিত্য কেন্দ্রের সভাপতি উপাধ্যক্ষ শফিকুল কাদির,মানবাধিকার কমিশনের সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, এস এম মাহবুবুল আলম মানিক প্রমুখ। রাতে কাউন্সিল অধিবেশনে বিষয় নির্বাচনী কমিটির মাধ্যমে গোলাম মো. ফারুকীকে সভাপতি ও রোবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের গফরগাঁও শাখা কমিটি ঘোষনা করেন জেলা সংসদের সহ-সভাপতি মো: আতাউর রহমান। সন্মেলনে গণ সঙ্গীত পরিবেশন করেন উদীচী গফরগাঁও শাখার শিল্পীরা।
×