ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫৫ বছর পর কিউবায় মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ১৯:২৬, ২৮ সেপ্টেম্বর ২০১৬

৫৫ বছর পর কিউবায় মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক॥ ৫৫ বছর পর কিউবায় নিজেদের দূতাবাসে রাষ্ট্রদূত নিয়োগ করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এই ধাপ আমাদের বন্ধুত্বকে আরো সামনে এগিয়ে নিল। গত বছরের জুলাইয়ে হাভানায় পুনরায় চালু হওয়া দূতাবাসের দায়িত্ব নিতে যাচ্ছেন জেফরি দেলরেন্তিস। ওবামা বলেছেন, তার চেয়ে ভালো কেউ এই পদের জন্য হতেই পারেনা। তবে কংগ্রেসে কিছু রিপাবলিকান নেতা এর বিরোধীতা করছেন। ১৯৬১ সালে কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। অর্ধশতাব্দীরও বেশি সময় পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর উদ্যোগে আবার বরফ গলতে শুরু করে। ২০১৫ সালেই দুই দেশের মাঝে বিমান উড্ডয়ন শুরু হয়। তবে এখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেন, ক্যাস্ত্রো শাসনের পর হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পরিবর্তন আসতে পারে।
×