ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ৬৭ হাজার জাল টাকাসহ প্রতারক আটক

প্রকাশিত: ০৯:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৬

আশুলিয়ায় ৬৭ হাজার জাল টাকাসহ প্রতারক আটক

বাংলানিউজ ॥ আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে আলমগীর হোসেন নামে জাল টাকা সরবরাহের প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬৭ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার জহিরের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। আলমগীর হোসেন নরসিংদী জেলার রায়পুর থানার কফিল উদ্দিনের ছেলে। আশুলিয়া থানার এসআই কামরুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাদাইল এলাকার জহিরের বাসায় অভিযান চালানো হয়। এসময় ৬৭ হাজার জাল টাকাসহ আলমগীরকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহসহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
×