ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

প্রকাশিত: ০৯:১৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

হাতিয়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২৭ সেপ্টেম্বর ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে চরঈশ্বর ইউনিয়নে চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ও একই ইউনিয়নের ইউপি সদস্য রবীন্দ্র দাসের সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়। এ সময় চেয়ারম্যান সমর্থকরা রবীন্দ্র সমর্থকদের এলাকা চরঈশ্বর বাংলা বাজারে অগ্নিসংযোগ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। মঙ্গলবার সকালে চেয়ারম্যান সমর্থকরা ইউপি সদস্য রবীন্দ্র দাসের সমর্থক হেলাল মেম্বারের বাড়িতে হামলা করে লুটপাট করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রবীন্দ্র দাসের সমর্থকরা চেয়ারম্যানের সমর্থক জহিরের বাড়িতে হামলা করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর খাসেরহাট বাজারে মেম্বার ও চেয়ারম্যানের সমর্থকের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে উভয়পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। পরে চেয়ারম্যানের সমর্থকরা রবীন্দ্র মেম্বারের এলাকা চরঈশ্বর বাংলা বাজারে অগ্নিসংযোগ করে। আহত গুলিবিদ্ধ কামাল, একরাম, জসিম, মাইন উদ্দিন, নবিরসহ সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রাত ১০টায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল।
×