ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরের প্রস্তুতি শুরু

প্রকাশিত: ০৮:২৯, ২৮ সেপ্টেম্বর ২০১৬

চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরের প্রস্তুতি শুরু

কূটনৈতিক রিপোর্টার ॥ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন ঢাকা সফর সফরের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। এই সফর সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন বেজিং থেকে আসা অগ্রবর্তী দল। এ লক্ষ্যে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের মহাপরিচালক কিন গ্যাংয়ের নেতৃত্বে প্রতিনিধিদল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় তাদের অবহিত করা হয়, চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর সফল করার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করবে ঢাকা। চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার এ্যাডমিরাল (অব) খুরশেদ আলম জনকণ্ঠকে বলেন, চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর উপলক্ষে সেদেশের অগ্রবর্তী প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাদের চাহিদা অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করতে আমরা প্রস্তুত রয়েছি বলে জানিয়েছি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ সদস্যের একটি অগ্রবর্তী দল সোমবার ঢাকায় এসে পৌঁছেন। তারা ইতোমধ্যেই ঢাকার চীন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া প্রতিনিধি দলটি বঙ্গভবন, গণভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন এলাকাও ঘুরে দেখেছেন। তারা চীনের প্রেসিডেন্ট সফরের বিভিন্ন রুট ও ভেন্যু ঘুরে দেখা শুরু করেছেন। অগ্রবর্তী দল আরও দুদিন ঢাকায় অবস্থান করবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ১৪ অক্টোবর দুই দিনের সফরে ঢাকা আসছেন।
×