ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশসহ চার দেশ, যাচ্ছে না স্থগিত হচ্ছে সার্কে সম্মেলন

প্রকাশিত: ০৮:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশসহ চার দেশ, যাচ্ছে না স্থগিত হচ্ছে সার্কে সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ আগামী নবেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে না বাংলাদেশ। কাশ্মীরে সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের টানাপোড়েনের জের ধরে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লী। এছাড়াও বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও ওই সম্মেলনে যোগ দিচ্ছে না। ফলে আগামী ৯ ও ১০ নবেম্বর অনুষ্ঠেয় ১৯ তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদমাধ্যমকে বলেন, সার্ক সম্মেলনে বাংলাদেশের যোগ না দেয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয়া হয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে ইসলামাবাদের প্রতিক্রিয়া এবং তা নিয়ে কূটনীতিক টানাপড়েনের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিল। সার্কভুক্ত অন্য দেশগুলো -নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। দক্ষিণ এশিয়াকে এক সূত্রে গাথার লক্ষ্য নিয়ে ১৯৮৫ সালে গঠিত জোট সার্ক শুরু থেকেই হোঁচট খেয়ে চলছে। কাক্সিক্ষত লক্ষ্য পূরণের পথে বার বারই দিশা হারিয়েছে এই জোট। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ মঙ্গলবার তার দফতরে এক প্রশ্নের জবাবে সার্ক সম্মেলনে ভারতের যোগ না দেয়ার তথ্য জানান। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি উল্লেখ করা হয়েছে।
×