ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌরভ গাঙ্গুলী নেই স্বপ্নের দলে

প্রকাশিত: ০৬:৪১, ২৮ সেপ্টেম্বর ২০১৬

সৌরভ গাঙ্গুলী নেই স্বপ্নের দলে

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের স্বপ্নের টেস্ট দল, অথচ সেখানে জায়গা হয়নি কলকাতার দাদাবাবু সৌরভ গাঙ্গুলীর। সাম্প্রতিক কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক ৫০০তম টেস্ট ম্যাচ খেলে বিরাট কোহলির দল। সেই উপলক্ষে অনলাইন ভোটের মাধ্যমে ভক্তদের সেরা একাদশ তৈরির সুযোগ করে দেয় ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। সেখানে টিম ইন্ডিয়ার স্বপ্নের একাদশ বেছে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সেখানে বতর্মান সুপার হিরো বিরাট কোহলিরও জায়গা হয়নি। অবাক করার মতো হলেও সত্য, ভারতের টেস্ট দলে অনিয়মিত ক্রিকেটার যুবরাজ সিং দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন! দলটির উইকেটরক্ষক ও অধিনায়কের ভূমিকায় আছেন ভারতের সীমিত ওভারের দলনেতা মহেন্দ্র সিং ধোনি। ভারতের টেস্ট দলে বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি পেয়েছেন ৫৩% ভোট। ওপেনারের ভূমিকায় রয়েছেন বীরেন্দর শেবাগ ও সুনীল গাভাস্কার। সবচেয়ে বেশি ভোট (৯৬%) পেয়ে রাহুল দ্রাবিড় রয়েছেন একাদশে। আছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকরও। ভারতের স্বপ্নের একাদশ ॥ মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ ও জহির খান। ক্যারিবীয় টেস্ট দলে ওয়ারিকান স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে তিন টেস্টের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। ঘরের মাটিতে গত আগস্টে ভারতের বিপক্ষে খেলা তৃতীয় ও শেষ টেস্টের ১৪ সদস্যে তাকে যুক্ত করা হয়েছে। মাত্র চারটি টেস্ট খেলা ২৪ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স বোলার ছাড়া আর কোন পরিবর্তন নেই। ১৫ জনে দাঁড়ানো স্কোয়াডে উইকেটরক্ষক শেন ডরিখকে নিয়ে ব্যাটসম্যান সাত জন। অধিনায়ক জেসন হোল্ডারের পাচ্ছেন দুই অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট আর রেস্টন চেইজকে। তিন ডানহাতি পেসারের সঙ্গী হবেন দুই স্পিনার। টি২০’র বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে আর টেস্টের অবস্থা খুবই খারাপ। অস্ট্রেলিয়া সফরের পর তারা ঘরের মাটিতে ইংল্যান্ড আর ভারতের কাছেও পর্যুদস্ত হয়েছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে আছে আট নম্বরে, তাদের পেছনে কেবল বাংলাদেশ আর জিম্বাবুইয়ে। এক সময়ের প্রতাপশালী ক্যারিবীয়রা নিজেদের হারিয়ে খুঁজছে। আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে ফেলা পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা হোল্ডারদের জন্য আরও এক কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ মিসবাহ-উল হকের দল যে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক) ক্রেইগ ব্রেথওয়েট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্লাকউড, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শাই হোপ, রোস্টন চেইজ, মিগুয়েল কামিন্স, শেন ডরিখ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, লিও জনসন, মারলন স্যামুয়েলস, আলজারি জোসেফ ও জোমেল ওয়ারিকান।
×