ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুক্রবার ইডেনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট (নিজ মাটিতে ভারতের ২৫০তম) ঘিরে দাদা সৌরভের ব্যতিক্রম উদ্যোগ

কোহলির কাছে অশ্বিন অমূল্য সম্পদ

প্রকাশিত: ০৬:৪০, ২৮ সেপ্টেম্বর ২০১৬

কোহলির কাছে অশ্বিন অমূল্য সম্পদ

স্পোর্টস রিপোর্টার ॥ রবিন্দ্র জাদেজার দুরন্ত অলরাউন্ড নৈপুণ্যে কানপুরে নিজেদের ঐতিহাসিক ৫০০তম টেস্টে নিউজিল্যান্ডকে ১৯৭ রানে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৬টিসহ মোট ১০ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রবিচন্দ্রন অশ্বিনের। এর মধ্য দিয়ে ভারতের হয়ে দ্রুত ২০০ উইকেট (৩৭ টেস্টে) নেয়ার নতুন রেকর্ড গড়েছেন তুখোড় এই স্পিনার, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। সাম্প্রতিক সময়ে ভারতের সাফল্যে বল হাতে বড় অবদান তার। জাদেজা ম্যাচসেরা হলেও অশ্বিনকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক। কোহলি তাকে ‘প্রাইসলেস’ বা দলের জন্য ‘অমূল্য সম্পদ’ বলে আখ্যায়িত করেছেন। এদিকে শুক্রবার ইডেনে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচ ঘিরে সৌরভ গাঙ্গুলি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন, নিজেদের মাটিতে এটি ভারতের ২৫০তম টেস্ট। প্রথম ইনিংসে টপঅর্ডারের চার ব্যাটসম্যান টম লাথাম, কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার আর বিজে ওয়াটলিংয়ের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদ-টাই ভেঙ্গে দেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনে হুমকি হয়ে ওঠা স্যান্টনার আর সোধিকে ফিরিয়ে কিউইদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন দীর্ঘদেহী এই অফস্পিকার। তার আগে ফেরান লাথাম, গাপটিল ও উইলিয়ামসনকে। অনেকেই বিস্মিত, তবু অশ্বিন কেন ম্যাচসেরা নন! অধিনায়কের কাছ থেকে এমন সার্টিফিকেট পেলে ম্যাচসেরা হওয়া-না হওয়ায় কি আসে যায়? ‘টেস্ট দলে অশ্বিনের মতো একজন ক্রিকেটার থাকাটা প্রাইসলেস। অমূল্য সম্পদ। আমি শুধু ওকে বলব, তুমি তোমার স্কিল নিয়ে কাজ করে যাও। যাতে করে আমরা আরও বেশি টেস্ট জিততে পারি, অন্যদের ওপর দাপিয়ে বেড়াতে পারি।’ ম্যাচ শেষে সেদিন সংবাদ মাধ্যমকে বলেন কোহলি। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফর। ফিরে এসে নিউজিল্যান্ড-বধ, ছয় ফুটের অফস্পিনার ব্যর্থতা কাকে বলে সেটিই ভুলে গেছেন! কানপুরে ঐতিহাসিক ৫০০তম টেস্ট ম্যাচটি জয়ের পথে গড়েছেন দারুণ এক রেকর্ডও। এর মধ্য দিয়ে টেস্টের দ্বিতীয় দ্রুততম ২০০ শিকারি (৩৭তম টেস্ট) বনে গেছেন তুখোড় এই স্পিনারÑ ভারতের হয়ে যা নতুন রেকর্ড। যেটি এতদিন ছিল সাবেক গ্রেট অনিল কুম্বলের দখলে (৪৭ টেস্টে)। অল্পের জন্য বিশ্বরেকর্ড হয়নি। ১৯৩৬ সালে নিজের ৩৬তম টেস্টে ২০০ উইকেট নিয়ে যেটির মালিক অস্ট্রেলিয়ার সিভি গ্রিমেট। ১৯৮০ সালে মৃত্যুবরণ করা অসি লেগস্পিনারের রেকর্ডটি ৮০ বছর ধরে অক্ষত! কানপুরে ৫০০তম টেস্টে সাবেক সব অধিনায়ককেই হাজির করেছিল ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। আর ইডেনে শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটি ভারতের নিজেদের মাটিতে ২৫০তম আয়োজন। আইডিয়াটা কলকাতার দাদাবাবু খ্যাত সাবেক অধিনাযক সৌরভ গাঙ্গুলির। যিনি বর্তমানে ক্রিকেট অব বেঙ্গলের প্রধান, কিংবদন্তি জগমোহন ডালমিয়ার চেয়ারে। ক্রিকেট-মক্কা লর্ডসের মতো এদিনও ম্যাচের শুরুতে ঘণ্টা বাজানো হবে। আর নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ঘণ্টা বাজানোর জন্য দাদাবাবু সৌরভ বেছে নিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে।
×