ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদ্রিদে এ্যাটলেটিকোর সামনে বেয়ার্ন

প্রকাশিত: ০৬:৪০, ২৮ সেপ্টেম্বর ২০১৬

মাদ্রিদে এ্যাটলেটিকোর সামনে বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে এ্যাটলেটিকো মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখ। ‘ডি’ গ্রুপের ম্যাচ আজ রাতে মাদ্রিদের ভিসেন্টে ক্যালডরনে লড়বে স্প্যানিশ ও জার্মান পরাশক্তিরা। গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রাশিয়ার রোস্টভ ও হল্যান্ডের আইন্দহোভেন। আজ রাতে মাঠে নামছে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা ও ইংল্যান্ডে দুর্বারগতিতে এগিয়ে চলা ম্যানচেস্টার সিটি। ‘সি’ গ্রুপের ম্যাচে বরুসিয়া পার্কে স্বাগতিক জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডব্যাচের বিরুদ্ধে খেলবে কাতালানরা। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারবেন না বার্সা তারকা লিওনেল মেসি। গ্রুপের আরেক ম্যাচে ম্যানসিটির প্রতিপক্ষ স্বাগতিক স্কটিশ ক্লাব সেল্টিক। ‘এ’ গ্রুপের দুই ম্যাচে মুখোমুখি হবে বুলগেরিয়ার লুডোগোরেটস রাজগার্ড-ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইন ও ইংল্যান্ডের আর্সেনাল-সুইজারল্যান্ডের এফসি বাসেল। বেয়ার্নের বিরুদ্ধে মাঠে নামার আগে ইনজুরি সমস্যায় জর্জরিত এ্যাটলেটিকো। এই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন ক্লাবের দুই তারকা ফুটবলার জোশে গিমেনেজ ও অগাস্টো ফিমান্দেজ। গত রবিবার লা লিগায় ডিপোর্টিভো লা করুনার বিরুদ্ধে ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হন দু’জন। ওই ম্যাচের ১৬ মিনিটেই হাঁটুর ইনজুরিতে পড়েন অগাস্টো। পরিবর্তিত হিসেবে মাঠে নামেন গাবি। ম্যাচের প্রথমার্ধের বিরতির আগেই মাঠ থেকে তুলে নিতে হয় নতুন করে ইনজুরিতে পড়া গিমেনেজকে। অগাস্টোর ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে এ্যাটলেটিকো কর্তৃপক্ষ। ইনজুরির মাত্রা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সেখানে স্ক্যান করার প্রয়োজন হবে বলেও ক্লাবটির পক্ষ থেকে জানান হয়েছে। আর ডান উরুতে চোট পেয়েছেন গিমেনেজ। এ দু’জনের খেলা তাই অনিশ্চিত। এরপরও অবশ্য জয়ের আশাবাদই ব্যক্ত করেছেন এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে। বেয়ার্ন আসছে জয়ের লক্ষ্যে। প্রথম ম্যাচে বিশাল জয় পাওয়া জার্মান পরাশক্তিরা স্পেন থেকেই জয় নিয়ে ফিরতে চায়। ইংলিশ প্রিমিয়ার লীগে অপ্রতিরোধ্য ছন্দে আছে ম্যানচেস্টার সিটি। তারকা কোচ পেপ গার্ডিওলার নেতৃত্বে সব দলকেই উড়িয়ে দিচ্ছে তারা। তবে দুর্দান্ত ফর্মে থাকা গার্ডিওলা মনে করেন চলমান মৌসুমে (২০১৬-১৭) যদি তার দল কোন পরাজয় হজম করে তাহলে আরও সেরা খেলাটা বেরিয়ে আসবে। গার্ডিওলার যুগের সূচনা হওয়ার পর প্রিমিয়ার লীগের ক্লাবটি এ পর্যন্ত খেলেছে ১০ ম্যাচ। যার প্রতিটিই জিতেছে সিটি। গত শনিবার লীগের ম্যাচে তারা ৩-১ গোলে হারায় সোয়ানসি সিটিকে। ফলে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লীগে ছয় ম্যাচের সবকটিতে জয় নিশ্চিত করে শীর্ষস্থান ধরে রেখেছে। এতেও তৃপ্ত নন স্প্যানিশ কোচ। তিনি নিশ্চিত তার শিষ্যদের কাছ থেকে এরচেয়েও বেশি কিছু আশা করা যায়। এ প্রসঙ্গে গার্ডিওলা বলেন, সবার বুঝতে হবে আমি সবকিছুই জয় করতে যাচ্ছি না। আমরা একটি ম্যাচে হারতেও যাচ্ছি। উন্নতি এবং আরও ভাল করার জন্য পরাজয়ের দরকার আছে। আমি চাই এক ম্যাচ হাতে রেখে আগামী মে মাসেই শিরোপা ঘরে তুলতে। তবে এখন মাত্র সেপ্টেম্বর মাস। এই মাসে আপনি মাত্র ছয় ম্যাচ খেলে ১৮ পয়েন্ট লাভ করেছেন। তবে সামনে অনেক ম্যাচ খেলতে হবে। কঠিন সব ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে।’ বার্সিলোনার সাবেক কোচ বলেন, ফুটবলে কোন শেষ নেই। আপনাকে সবসময় সেরা খেলাটা খেলতে হবে, সেরা ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন করতে হবে।
×