ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াতে চায় আজ আফগানরা

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০১৬

ঘুরে দাঁড়াতে চায় আজ আফগানরা

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে কঠিন চাপে ফেলেছিল সফরকারী আফগানিস্তান। কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছে মাত্র ৭ রানে। এটিকে দুর্ভাগ্যজনক বলেই মনে করছে আফগান ক্রিকেটাররা। তবে নিজেদের সেরা ক্রিকেট খেলে আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন দলের লেগব্রেক গুগলি বোলার রশিদ খান। তিন ম্যাচের এ সিরিজে দারুণ আলোচিত এ ১৮ বছর বয়সী লেগস্পিনার জানিয়েছেন তিনি যা শিখেছেন সেটা প্রকৃতিপ্রদত্ত। এশিয়ার এবং বাংলাদেশের উইকেট স্পিনারদের জন্য সহায়ক হওয়াতে বোলিংটা দারুণ উপভোগ করছেন তিনি এমনটাই জানিয়েছেন মঙ্গলবার সংবাদ সম্মেলনে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রতিটি ব্যাটসম্যানের জন্যই পরিকল্পনা নিয়ে নেমেছিল আফগানিস্তানের ক্রিকেটাররা। অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে যেভাবে গুগলির ফাঁদে পরাস্ত করে বোল্ড করেছিলেন রশিদ সেটাও ছিল পরিকল্পনার অংশ। এ বিষয়ে রশিদ বলেন, ‘আমরা ম্যাচের আগে টিম মিটিং করেছিলাম এবং প্রতিটি ব্যাটসম্যানকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল যে কে কোন জায়গায় দুর্বল। তাই মুশফিকুর রহীম স্লগ সুইপ ভাল খেলেন। এজন্য অধিনায়ক আমাকে বললেন যে, তুমি যদি গুগলি বল করো সেটা অনেক টার্ন করবে এবং সে কিছুটা সমস্যায় পড়বে ওটা মারতে গিয়ে। আর সেটাই আমি করেছিলাম।’ দলের কোচ ও অধিনায়ক ক্রিকেটারদের বলেছিলেন মাঠে নেমে ইতিবাচক ক্রিকেট খেলতে। সেভাবেই খেলে ম্যাচটা জয়ের কাছাকাছি চলে গিয়েছিল আফগানরা। শেষ পর্যন্ত জয় না আসলেও আজকের ম্যাচে সেরাটা দিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সফরকারীরা। এ বিষয়ে রশিদ বলেন, ‘অনেক ক্লোজ ম্যাচ ছিল এবং আমাদের জেতা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্য যে আমরা কিছু ভুল করেছি। আশা করছি পরের ম্যাচে আমরা সেরাটা দেব। বিশেষ করে শেষ দশ ওভারে যে ভুলগুলো করেছি সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাই। আমরা কিছু বাজে শট খেলেছি ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালভাবে ঘুরে দাঁড়ানোর এবং ভাল ক্রিকেট খেলার।’ বাংলাদেশের স্পিননির্ভর উইকেট পেয়ে বোলিংটা দারুণ উপভোগ করছেন রশিদ। তবে কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত অনুসারেই নিজের বোলিং পরিকল্পনাটা দেখাতে চান। বাকি ক্রিকেটাররাও সেটাই করবে বলে জানিয়েছেন তিনি। রশিদ বলেন, ‘আমি ইতোমধ্যেই অনুর্ধ-১৯ বিশ্বকাপের সময় এখানে বোলিং করেছি। আমি বেশ ভালভাবেই সেটা উপভোগ করছি, বোলিং করতে খুব ভাল বোধ করছি। এটা স্পিনারদের জন্য খুব ভাল উইকেট, এশিয়ার সবগুলো উইকেটই বোলারদের জন্য ভাল। তাই আগেরদিন আমি অনেক উপভোগ করেছি বোলিংটা। আমি শুধু ব্যাটসম্যানদের মানসিকতার দিকে দৃষ্টি রেখেছি যে তারা কি করতে চায় লেগব্রেকের বিরুদ্ধে। তখন আমি গুগলি করেছি।’ নিজের লেগস্পিনার হয়ে ওঠার পেছনে তিনি মূলত সাবেক পাকিস্তানী স্পিনার শহীদ আফ্রিদিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা প্রকৃতিপ্রদত্ত। কেউ এ বিষয়ে আমাকে সহায়তা করেনি। তবে যখন আমি শুরু করেছিলাম, শহীদ আফ্রিদিকে দেখে অনুপ্রাণিত হয়েছি।’
×