ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসি ছাড়াই বেশি সফল বার্সা!

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০১৬

মেসি ছাড়াই বেশি সফল বার্সা!

স্পোর্টস রিপোর্টার ॥ তথ্যটা অবাক করার মতোই। লিওনেল মেসিকে ছাড়াই নাকি বেশি জয় পায় বার্সিলোনা! বিশেষ করে ইউরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে। আজ রাতে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে মাঠে নামছে বার্সা। প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডব্যাচ। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারবেন না মেসি। এমন সময়ই তথ্যটি হাজির করেছে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টা। তারা বলছে, চ্যাম্পিয়ন্স লীগে মেসি না থাকলেই জয়ের হার বেশি হয়ে যায় বার্সিলোনার। মেসি খেলেছেন চ্যাম্পিয়ন্স লীগে এমন ৯৮ ম্যাচে বার্সা জিতেছে ৬০টিতে। হার ১৫, ড্র ২৩। জয়ের হার ৬১.২ শতাংশ। মেসিকে ছাড়া জয়ের হার আরও বেশি, ৬৪.৭ শতাংশ। ম্যাচ খেলেছে ৩৪টি, তাতে জয় ২২। তবে এই পরিসংখ্যানে অনেকের আপত্তি আছে। কেননা মেসি খেলেছেন ৯৮ ম্যাচ, আর খেলেননি ৩৪ ম্যাচ। এভাবে তুলনা হয় কিনা সেটা একটা প্রশ্ন। কারণ আরও ৬৪ ম্যাচ খেললে পরিসংখ্যান হয়তো উল্টে-পাল্টে যেতে পারে। তাছাড়া মেসি খেলেন কোন্ কোন্ ম্যাচে, সেটাও তো দেখতে হবে। বেয়ার্ন বা রিয়ালের মতো দলের বিরুদ্ধে মেসির না থাকা আর শাখতার বা কিয়েভের মতো দলের বিপক্ষে না থাকার হিসাব অবশ্যই ভিন্ন। এদিকে আবারও মেসি-নেইমার-সুয়ারেজদের বিরুদ্ধে গোলপোস্ট সামলাতে যাচ্ছেন ক্লাউডিও ব্রাভো। গত মৌসুমেও এদের সঙ্গে খেলেছেন। কিন্তু এবার ঠিকানা পাল্টানোয় এমএসএনের আক্রমণ সামলাতে হবে ম্যানচেস্টার সিটির চিলিয়ান গোলরক্ষককে। চ্যাম্পিয়ন্স লীগে ‘সি’ গ্রুপে পড়েছে বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটি। আগামী ১৯ অক্টোবর ন্যুক্যাম্পে দু’দল প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে। ওই ম্যাচটির আগে সাক্ষাতকারে ব্রাভো বলেন, আমার মনে হয় না, মেসি, সুয়ারেজ ও নেইমারের মুখোমুখি হওয়াটা দুঃস্বপ্ন। আমি কখনই প্রতিপক্ষের কোন স্ট্রাইকারকে দুঃস্বপ্ন হিসেবে দেখিনি, বরং এর উল্টো। আপনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন এবং আপনি এরকম ম্যাচগুলো খেলতে চাইবেন। অনেক সেরা খেলোয়াড়ের নিয়ে এগুলো হাইভোল্টেজ ম্যাচ। ব্রাভো বলেন, একজন গোলরক্ষক হিসেবে তাদের সতীর্থ হিসেবে পাওয়াটা আমার জন্য লাভজনক ছিল। আমি তাদের বিপক্ষেও খেলেছি, তাদের বিপক্ষে খেলা খুব কঠিন।
×