ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লভ্যাংশ পাঠিয়েছে ১০ মিউচুয়াল ফান্ড

প্রকাশিত: ০৬:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

লভ্যাংশ পাঠিয়েছে ১০ মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত রেইস এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত ১০ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ফান্ডগুলো হলো- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড। জানা গেছে, ফান্ডগুলো ৩০ জুন-২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে গত ২২ সেপ্টেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার পূবালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর ঘোষণা পূবালী ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার বিএসইসি চিঠির মাধ্যমে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন বাড়ানোর অনুমতি দেয়। কোম্পানিটি ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা। এছাড়া ৩ কোটি প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে ৩০০ কোটি টাকা উত্তোলন করা হবে; যা পূবালী ব্যাংকের। -অর্থনৈতিক রিপোর্টার
×