ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের ভুল তথ্য দিচ্ছে কোম্পানি

প্রকাশিত: ০৬:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

বিনিয়োগকারীদের ভুল তথ্য দিচ্ছে কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানি আর্থিক হিসাবে নিয়ে ভুল তথ্য দিয়েছে। এতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়ছে তাদের বিনিয়োগ। তাই পুঁজিবাজারের স্বার্থে ভুল তথ্য দেয়া প্রতিষ্ঠাগুলোকে সিকিউরিটিজ আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি তাদের আর্থিক হিসাবে মুনাফা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ইত্যাদি নিয়ে ভুল তথ্য প্রদান করছে। যা ডিএসইর ওয়েবসাইটে ভুল বলে ‘লাল চিহ্নিত’ করে দেখানো হয়েছে। দেখা গেছে, একটি কোম্পানি প্রথম ৩ প্রান্তিকে আর্থিক হিসাব নিয়ে ডিএসইতে যে হিসাব দিয়েছে, তা মোট ৯ মাসের হিসাবের সঙ্গে মিলছে না। যেমন একটি কোম্পানি প্রথম প্রান্তিকে ২ টাকা, ২য় প্রান্তিকে ১ টাকা ও ৩য় প্রান্তিকে ২ টাকা ইপিএস দেখিয়েছে। এ হিসাবে ৯ মাসে ইপিএস হয় ৫ টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ৯ মাসে ইপিএস দেখাচ্ছে ৫ টাকার বেশি বা কম। আর কোম্পানিগুলোর প্রদত্ত এমন তথ্যকে ডিএসই ভুল হিসাবে লাল চিহ্নিত করে দেখিয়েছে। অনুসন্ধানে উঠে আসা ভুল তথ্য প্রদান করা কয়েকটি কোম্পানির মধ্যে রয়েছে- ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং, এএমসিএল (প্রাণ), প্রিমিয়ার সিমেন্ট ও সায়হাম কটন। এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ইচ্ছাকৃত ভুল তথ্য উপস্থাপনকারী কোম্পানি কর্তৃপক্ষকে সিকিউরিটিজ আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব বিএসইসির। আশা করি বিনিয়োগকারীদের স্বার্থে তারা বিষয়টিতে নজর দেবেন। একই বিষয়ে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, বিষয়টি প্রসঙ্গে আমার জানা নেই। তবে কোম্পানি যদি ভুল তথ্য উপস্থাপন করে, তবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কারণ বিনিয়োগকারীরা কোম্পানি সম্পর্কে ধারণা পায় তাদের প্রকাশিত সংবেদনশীল তথ্য থেকে। ফলে এখানে কোন ধরনের ভুল করা চলবে না। ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং ৯ মাসের (জুন ২০১৫-মার্চ ২০১৬) হিসাবে মূল ব্যবসায় থেকে মুনাফা, করপরবর্তী নিট মুনাফা, মোট কমপ্রিহেনসিভ ইনকাম ও বেসিক ইপিএস হিসাবে ভুল তথ্য প্রদান করেছে। কোম্পানি কর্তৃপক্ষ ৯ মাসে যে হিসাব দেখিয়েছে, তা ৩টি প্রান্তিকের যোগফলের সঙ্গে মিলছে না। ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং কোম্পানি মূল ব্যবসায় মুনাফা, মোট কমপ্রিহেনসিভ ইনকাম ও করপরবর্তী নিট মুনাফা করে ২৪ কোটি ৩০ লাখ টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ভুলভাবে ২৪ কোটি ৬ লাখ টাকা দেখিয়েছে। এছাড়া ১.৬৯ টাকার বেসিক ইপিএসকে ১.৬৪ টাকা দেখিয়েছে।
×