ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাভারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু, আহত ২

প্রকাশিত: ০৬:৩২, ২৮ সেপ্টেম্বর ২০১৬

সাভারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু, আহত ২

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ সেপ্টেম্বর ॥ মঙ্গলবার সকালে সাভারের আমিনবাজারের আব্দুল আলী মার্কেটে বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পল্লীবিদ্যুতের কর্মচারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। জানা গেছে, মঙ্গলবার সকালে ওই মার্কেটের নিচতলা থেকে তিনতলার ছাদের ওপরে ৫ শ্রমিক ‘রশিদ ডেন্টাল সার্জারি’র সাইনবোর্ড নিয়ে লাগানোর সময় ওই মার্কেট ঘেঁষে যাওয়া পল্লীবিদ্যুতের প্রধান লাইনের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হয়। আহত হয় অপর ২ শ্রমিক। আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ৩টি উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বিশ্ব পর্যটন দিবস পালিত স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মাধ্যমে বিশ্বের অন্যন্যা দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে রাজধানীতে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন র‌্যালি সমাবেশ ও আলোচনার আয়োজন করে। পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও জাতিসংঘের বিশ্ব পর্যটন ইউএনডব্লিউটিও -এর উদ্যোগে বিশ্বব্যাপী এই দিনটিকে ‘বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় পর্যটন সংস্থা হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি), বাংলাদেশ পর্যটন কর্পোরেশনসহ সরকারী ও বেসরকারী পর্যটন সংশ্লিষ্ট সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ, সাংবাদিক সমাজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। গুলশানে দিনব্যাপী ডিএনসিসির উচ্ছেদ অভিযান রাজধানীর গুলশানে বিভিন্ন সড়কের ফুটপাথে মঙ্গলবার দিনব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, সম্পত্তি বিভাগ, যান্ত্রিক বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় পার্শ্ববর্তী দু’টি বহুতল ভবনের এয়ারকন্ডিশনার এবং সিঁড়ির কিছু অংশ ফুটপাথের ওপর অবস্থান করায় সেগুলো অপসারণ করা হয়। ডিএনসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল এম এম সাবের সুলতান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারসহ ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি পোশাক প্রদর্শনী সোমবার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী ফ্যাশন ডিজাইনার পারভীন হোসেনের ‘পিএইচ ডিজাইন স্টুডিও’ শিরোনামের একটি পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নগরীর গুলশানের নিজ বাসায় ঘরোয়া আয়োজনে এক্সক্লুসিভ কিছু ডিজাইনের পোশাক কালেকশন নিয়ে তিনি গণ্যমাধ্যমের সামনে উপস্থিত হন। অনুষ্ঠানে এসেছিলেন বিশিষ্ট রূপ বিশেষজ্ঞ কণা আলম, ফারনাজ, বিশিষ্ট ফ্যাশন ফটোগ্রাফার চঞ্চল মাহমুদসহ শোবিজের নামীদামী অনেক ব্যক্তিত্ব।-বিজ্ঞপ্তি ছবির জন্য পোজ আগামী পহেলা অক্টোবর চীনের জাতীয় দিবস। দিনটি পালনে তিয়ানআনমেন স্কয়ারকে সাজানো হচ্ছে অন্যরকম সাজে। সম্প্রতি তিয়ানআনমেন স্কয়ারে রাখা একটি ফুলের ঝুড়ির সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দেয় একটি শিশু। -এএফপি
×