ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে ৯ পিস্তলসহ বাংলাদেশী বংশোদ্ভূত দুই জার্মান আটক

প্রকাশিত: ০৬:২৬, ২৮ সেপ্টেম্বর ২০১৬

শাহজালালে ৯ পিস্তলসহ বাংলাদেশী বংশোদ্ভূত দুই জার্মান আটক

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি ‘পিস্তলসহ’ বাংলাদেশী বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে আটক করা হয়েছে। আনিসুল ইসলাম ও মনির বেন আলী নামের ওই দুই ব্যক্তি জার্মান পাসপোর্টধারী। তাদের বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা ও অস্ত্রআইনে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা দাবি করছেন-এগুলো খেলনা পিস্তলের ঘোষণা দিয়ে আনা হয়েছে। আর কাস্টমস বলছে- এসব আসল অস্ত্র। তারা যখন এগুলো নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তখনই তাদের আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান বলেন, এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার দুপুরে ঢাকায় নামেন ওই দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়। খেলনা পিস্তল ঘোষণা দিয়ে একটি কার্টনে করে অস্ত্রগুলো আনা হয়। দুইজনকে আটক করার পর অস্ত্রগুলো পরীক্ষা করার জন্য র‌্যাবের বিশেষজ্ঞকে ডেকে আনা হয়। বিশেষজ্ঞ সেগুলো ‘আসল’ বলে জানালে বাংলাদেশী বংশোদ্ভূত ওই দুই জার্মান যাত্রীকে আটক করা হয়। রাতে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। একই সঙ্গে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তিনি জানান, পিস্তলগুলো নকল না আসল তা নিশ্চিত হওয়ার জন্য ব্যালিস্টিক পরীক্ষা করা হবে। আজ বুধবার সিআইডির বিশেষজ্ঞরা অস্ত্রগুলো পরীক্ষা করবেন। এ বিষয়ে র‌্যাব সূত্র জানায়-আটক পিস্তলগুলো দেখে আসলই মনে হচ্ছে। খেলনা পিস্তল দাবি করা হলেও এগুলো দিয়ে গুলি করার মতো ফায়ারপিন রয়েছে। গুলি করে যদি মানুষ মারা যায়-তাহলে সেটা তো নকল পিস্তল দাবি করা যাবেনা। প্রাথমিকভাবে আসল পিস্তল হিসেবে প্রমাণিত হবার কারণেই কাস্টমস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। এখন সিআইডির ব্যালিস্টিক রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ঢাকা কাস্টমস হাউজের একজন প্রভাবশালী কর্মকর্তা জানান- গ্রেফতারকৃত যাত্রী বাংলাদেশী বংশোদ্ভূত জার্মানির নাগরিক। সেজন্য অত্যন্ত সচেতনতার স্েঙ্গ তাদের জিজ্ঞাসাবা করার জন্য পুিলশকে নির্দেশ দেয়া হয়েছে। তারা কিজন্য এতগুলো পিস্তল এনেছে সেটাই এখন তদন্তের মূল বিষয়। এতগুলো খেলনা পিস্তলই বা তারা সে প্রশ্নেরও কোন সদুত্তর দিতে পারেননি। এ জন্য বিষয়টি আরও রহস্যজনক।
×