ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুগলের ১৮ বছর

প্রকাশিত: ০৬:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬

গুগলের ১৮ বছর

১৮ বছর পূর্ণ করল বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এ উপলক্ষে বিশেষ একটি ডুডল তৈরি করা হয়েছে। যেটি শোভা পাচ্ছে গুগলের হোমপেজে। ১৯৯৮ সালে ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করে গুগল। গুগলের হোমপেজে দেখা যায়, গুগলের আদ্যাক্ষর একটি নীল রঙের ‘এ’ সবুজ বেলুন ফুলিয়ে ‘গুগল’ লিখছে। তবে গুগলের জন্মদিন নিয়ে সংশয় রয়েছে খোদ প্রতিষ্ঠাতাদের মনেই। এ কারণে বিভিন্ন সময়ে সেপ্টেম্বরের চারটি ভিন্ন ভিন্ন দিনে পালন করা হয়েছে গুগলের জন্মদিন। ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর জন্মদিন পালন করে গুগল। ১৯৯৮ সালে গুগলে প্রথম বিনিয়োগ করেন সান মাইক্রোসিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা এ্যান্ডি বেচটোলসিম। এক লাখ ডলার ছিল তার বিনিয়োগের পরিমাণ। এর পর পরই ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ইনকরপোরেটেড হয় গুগল। ১৯৯৯ সালের মার্চে ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে নিজেদের অফিসে যাত্রা শুরু করে গুগল। আর ২০০৪ সালের ১৯ আগস্ট গুগলের শেয়ার ছাড়া হয় বাজারে। সে সময় ল্যারি পেজ, সার্গেই ব্রিন ও এরিক শিডিট একটি চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয়, আগামী ২০ বছর তারা একসঙ্গে গুগলে কাজ করবেন।- দৈনিক দ্য টেলিগ্রাফ
×