ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দূর হবে বন্ধ্যত্ব!

প্রকাশিত: ০৬:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬

দূর হবে বন্ধ্যত্ব!

বন্ধ্যত্বের অভিশাপ দূর করতে ভারতের বাংলা রাজ্যে মঙ্গলবার চালু হয়েছে ‘আইইউআই ক্লিনিক’। এখানে স্বল্প খরচে ‘ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআইর পদ্ধতিতে শুক্রাণুর সংখ্যা কম থাকা পুরুষরাও যেমন বাবা হতে পারবেন তেমনি ‘অনুর্বর’ জরায়ুতেও স্পন্দিত হবে নয়া প্রাণ। এই লক্ষ্য সামনে রেখে সরকারী হাসপাতালে শুরু হলো ‘আইইউআই ক্লিনিক’। রাজ্যের পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্লিনিকটির উদ্বোধন করেন বিশিষ্ট টেস্ট টিউব বিশেষজ্ঞ ডাঃ বৈদ্যনাথ চক্রবর্তী। এ বিষয়ে ন্যাশনালের স্ত্রীরোগ বিভাগের প্রধান ডাঃ আরতি বিশ্বাস জানান, শারীরিক নানা সমস্যার কারণে অনেকে সন্তান লাভ করতে পারেন না। কখনও দেখা যায়, পুরুষের বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা কম। আবার কখনও স্ত্রীর জরায়ুতে অনুকূল পরিবেশের অভাব। অথচ ফ্যালোপিয়ান টিউব ঠিক রয়েছে। এই সব ক্ষেত্রে ‘আইইউআই’ করলে ভাল ফল হয়। দেশটির কোনও সরকারী হাসপাতাল এই প্রথম চালু হলো এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। তবে পরীক্ষা-নিরীক্ষা যাই হোক। এই পদ্ধতিতে খরচ হবে খুবই কম। কারণ সরকারী হাসপাতাল হওয়ায় দুই রুপী দিয়েই চিকিৎসা শুরু করতে পারবেন রোগীরা!-ইন্ডিয়াটাইমস
×