ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

মৌলভীবাজারের ৩ রাজাকারের বিরুদ্ধে ২৯ অক্টোবর রিপোর্ট দাখিল

প্রকাশিত: ০৬:২৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

মৌলভীবাজারের ৩ রাজাকারের বিরুদ্ধে ২৯ অক্টোবর রিপোর্ট দাখিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তিন রাজাকার আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া, আব্দুল আজিজ হাবুল ও আব্দুল মতিনের বিরুদ্ধে আগামী ২৯ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ দিন নির্ধারণ করেছেন। প্রসিকিউশনের দুই মাসের আবেদন জানানোর পর ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর মুখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন, ব্যারিস্টার সায়োরার হোসেন ও এ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। এর আগে শুনানি শেষে হাবুলকে গত ৩ এপ্রিল ও মনাইকে ৪ এপ্রিল সেফহোমে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয় ট্রাইব্যুনাল। এ মামলার তিন আসামির মধ্যে আব্দুল মতিন পলাতক আছেন। গত ১ মার্চ প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরপরই উপজেলার পাখিয়ালা ও শাহবাজপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে মনাই ও হাবুলকে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ। ২ মার্চ গ্রেফতারকৃত মনাই ও হাবুলকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়। আসামি তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, লুট, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। ২০১৪ সালের ১০ অক্টোবর থেকে এ মামলার তদন্ত করছেন তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির। আসামিদের মধ্যে দু’জন আব্দুল আজিজ হাবুল ও আব্দুল মতিন সম্পর্কে সহোদর। তারা একাত্তরে ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এ দুই সহোদর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় তারা পালিয়ে এসে রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলীম লীগের নেতা ছিলেন।
×