ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিহাদী বই, ব্যানার ও প্রচারপত্র উদ্ধার

চট্টগ্রামে বাড়ি ঘেরাও করে ৫ নারী জঙ্গী আটক

প্রকাশিত: ০৬:২২, ২৮ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রামে বাড়ি ঘেরাও করে ৫ নারী জঙ্গী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডি এলাকায় একটি বাড়ি ঘেরাও করে জঙ্গী সন্দেহে ৫ নারীকে আটক করেছে পুলিশ। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জিহাদী বই, ব্যানার ও প্রচারপত্র। মঙ্গলবার বেলা দুইটার দিকে পুলিশ এ অভিযান পরিচালনা করে। বোয়ালখালী থানা সূত্র জানায়, পূর্ব গোমদন্ডি গ্রামের পেথন আউলিয়া শাহ মাজারের পার্শ¦বর্তী সামাদ আলীর বাড়িতে একটি গোপন বৈঠক চলছে- এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। বাড়িটি ঘেরাও করে আটক করা হয় ৫ নারীকে। সেখান থেকে উদ্ধার হয় তিন বস্তা জিহাদী বই, লিফলেট ও ব্যানার। তারা জঙ্গী কিনা, তা নিশ্চিত করে না বললেও পুলিশ জানিয়েছে, এই পাঁচ নারী ইসলামী ছাত্রী সংস্থা ও জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জঙ্গীদের গোপন বৈঠক থেকে ৫ নারীকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার একেএম এমরান ভূঁইয়া। আটকরা জঙ্গীপনার সঙ্গে সংশ্লিষ্ট কিনা, তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বোয়ালখালী থানা সূত্র জানায়, এই ৫ জনের মধ্যে ২ জন চট্টগ্রাম সরকারী কলেজের ছাত্রী, একজন শাকপুরা মাদ্রাসার ছাত্রী। তারা জামায়াতে ইসলামীর অঙ্গ-সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কর্মী। বাকি দুইজনের মধ্যে একজন ওই বাড়ির গৃহকর্ত্রী। তার নাম শাহনাজ বেগম। তারা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। গ্রুপটি ওই বাড়িতে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। জেলা পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল মাসুদ জানিয়েছেন, বোয়ালখালীর ওই বাড়িটিকে ঘিরে বিভিন্ন সময়ে অপরিচিত মহিলাদের যাতায়াত লক্ষ্য করেন এলাকাবাসী। বিষয়টি পুলিশের নজরে আনা হয়। এরপর থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও স্থানীয় পুলিশ সোর্সগুলো এদের কার্যক্রম নিয়মিত লক্ষ্য করে আসছিল। একপর্যায়ে সন্দেহ ঘনীভূত হয়। বিভিন্নভাবে নিশ্চিত হওয়া যায়, এরা উগ্র মতবাদে বিশ্বাসী এবং ওই এলাকায় তারা সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য তৎপরতা চালাচ্ছিল। মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টার মধ্যে জেলা গোয়েন্দা পুলিশ ও বোয়ালখালী থানা পুলিশ যৌথভাবে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে ৫ নারী আটক হয়। উদ্ধার হয় মওদুদীবাদী ও জামায়াতের উগ্র মতবাদ সম্পর্কিত বিভিন্ন বই পুস্তক। এদের তাৎক্ষণিকভাবে বোয়ালখালী থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সন্ধ্যায় পুনরায় যোগাযোগ করা হলে জেলা পুলিশ জানায়, তদন্তের স্বার্থে এখনও তাদের নাম কোথাও প্রকাশ করছেন না। তবে নিশ্চিত করেছেন, এরা উগ্র মতবাদে বিশ্বাসী। তবে জঙ্গী সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ৫ জনের মধ্যে ১ জন চট্টগ্রাম শহর থেকে যাওয়া-আসা করত। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জঙ্গী-সন্ত্রাসী তৎপরতায় নারী সন্ত্রাসী সদস্যদেরও গ্রেফতার করার ঘটনা ঘটেছে। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এবং এর পাশাপাশি মহানগরীতে জামায়াতের যে মহিলা সংগঠন ও ছাত্রী সংগঠন রয়েছে এরাও গোপনে তৎপর বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ইতোপূর্বে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে ইসলামী ছাত্রী সংস্থার কয়েক সদস্যকে। আরও আগে জঙ্গী সন্ত্রাসে জড়িত কয়েক নারীও গ্রেফতার হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ জাতীয় নারীদের কার্যক্রম রয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর রয়েছে। এদের চলাফেরাও ভিন্ন আদলের। বোরকার সঙ্গে হিজাব-নিকাব পড়ে এমনভাবে এরা চলাফেরা করে, যাতে কোনভাবেই তাদের চেনা না যায়। দেশে জঙ্গী-সন্ত্রাসের উত্থাপনের পর যে কয়েকটি বড় ঘটনা ঘটেছে তাতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করায় পুরুষ জঙ্গীদের বেশিরভাগ গা ঢাকা দিয়েছে। বর্তমানে তাদের সমর্থিত উগ্রপন্থায় বিশ্বাসী নারীদের একটি অংশ গোপন তৎপরতায় লিপ্ত। পুলিশ ধারণা করছে, বোয়ালখালী থেকে গ্রেফতারকৃত এই ৫ নারী জঙ্গী-সন্ত্রাসীদের সহায়তাকারী ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করা হবে বলে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় মামলার প্রস্তুতি চলছিল।
×