ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ার ‘আঙ্কেল টয়’

প্রকাশিত: ০৫:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

সিরিয়ার ‘আঙ্কেল টয়’

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় গোলাবারুদ আর সীসার গন্ধই সর্বত্র। সেখানে আনন্দ খোঁজা নেহায়েত বোকামি ছাড়া কিছু নয়। তবে এ ধরনের ভয়াবহ পরিস্থিতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিশুদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেন ৪৪ বছর বয়সী রামি এ্যাডাম। যিনি শিশুদের কাছে পরিচিত ‘আঙ্কেল টয়’ নামে। দুই সন্তানের জনক এ্যাডাম ফিনল্যান্ডের নাগরিক। নিজের সন্তানদের কাছে থেকেই সিরিয়ার শিশুদের জন্য কিছু করার অনুপ্রেরণা পান তিনি। কারণ নিজের সন্তানদের হাতে যখন এ্যাডাম খেলনা তুলে দেন তখন তারা আনন্দভরা মুখে মেতে উঠে খুশিতে। এই দৃশ্য দেখে এ্যাডাম মনে করেন সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শিশুদের কথা। যুদ্ধের কারণে যাদের আনন্দ ভরা শৈশব নেই। নেই খুশিতে মেতে উঠার একটু উপলক্ষও। এজন্য এ্যাডাম সিদ্ধান্ত নেন খেলনা পৌঁছে দেবেন ওইসব শিশুদের কাছে। যেই ভাবা সেই কাজ, জীবনের ঝুঁকি নিয়ে তুর্কি-সিরিয়ান সীমান্ত থেকে প্রায় ছয়-সাত ঘণ্টা হেঁটে নানা বাধাবিঘœ পেরিয়ে গত পাঁচ বছর আগে প্রথম সিরিয়ার আলেপ্পোতে পৌঁছেন তিনি। এরপর প্রায় ১৮ বার খেলনা নিয়ে সেখানে গেছেন। প্রতিবারই তুর্কি ও সিরীয় বন্ধুরা তাকে পৌঁছতে সহায়তা করেছে। দুইমাসে একবার খেলনা নিয়ে আলেপ্পোয় যান এ্যাডাম। সম্প্রতি নিজের এই যাওয়া-আসার কথা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন এ্যাডাম। সেখানে তিনি বলছেন, যতদিন পারবেন ততদিন এ কাজ তিনি চালিয়ে যাবেন। কেননা হাতে খেলনা পাওয়া শিশুদের আনন্দ বন্ধ হোক তা চান না আঙ্কেল টয়। -এপ্লাসডটকম
×