ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওমানকে ১০-০ গোলে হারিয়ে শেষ চারে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

ওমানকে ১০-০ গোলে হারিয়ে শেষ চারে বাংলাদেশ

রুমেল খান ॥ ‘ভারতের সঙ্গে কঠিন ম্যাচ জেতার পর ওমানকে বড় ব্যবধানে হারিয়েছি। জেতার ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস ছিল। এখন সেমিফাইনাল খেলা নয়, আমাদের লক্ষ্য হলো ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হওয়া।’ এতটা আত্মবিশ্বাসী উচ্চারণ যার, তিনি মোহাম্মদ মোহসিন। বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড তিনি। মঙ্গলবার দিনটা আক্ষরিক অর্থেই বাংলাদেশের জন্য ছিল মঙ্গলময়। এদিন তারা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পুল ‘এ’র ম্যাচে প্রতিপক্ষ ওমানকে ১০-০ গোলে নাস্তানাবুদ করে শোচনীয় হারের স্বাদ দেয়। ম্যাচে মোহসীন হ্যাটট্রিক না করলেও ব্যক্তিগত তিনটি গোল করেন এবং লাভ করেন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার। এই বড় জয়ে ‘বেক্সিমকো অনুর্ধ-১৮ এশিয়া কাপ হকি’র পুল ‘এ’তে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হলো স্বাগতিক বাংলাদেশ (যদিও এই ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হতে স্বাগতিক দলের অন্তত ড্র করলেই চলতো)। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৫-৪ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার একই ভেন্যুতে অনুষ্ঠিত অপর দুই ম্যাচে বড় জয় কুড়িয়ে নিয়ে পুল ‘বি’তে গ্রুপসেরা হয় পাকিস্তান। তারা ১৪-০ গোলে হারায় হংকংকে। এছাড়া চাইনিজ তাইপে ২-২ গোলে ড্র করে চীনের সঙ্গে। এর ফলে পুল ‘এ’ চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে, বৃহস্পতিবার, বেলা সাড়ে ১২টায়। অপর সেমিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তাদের খেলাটি শুরু হবে বিকেল ৩টায়। ‘আমরা সবাই ছোটাছুটি করে এবং জায়গা তৈরি করে খেলেছি। ওরা সেভাবে ম্যান মার্কিং করেনি, তাতে আমাদের খেলা ভাল হয়েছে এবং ফিল্ড গোল করার সুযোগ অনেক বেশি পেয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা গোল কম পেয়েছি, এটা ঠিক। সবাই এককভাবে গোল করার চেষ্টা করে গেছে। সেটা একটা কারণ। তাছাড়া দ্বিতীয়ার্ধে ওমান ভাল ডিফেন্ডিং করেছে, সেরকম জায়গা ছিল না ডিফেন্সে। আমরাও সুযোগ নষ্ট করেছি। ওমানকে নিয়ে কখনও ভয়ের কিছু ছিল না আমাদের মধ্যে। টিম মিটিংয়ে আমাদের বলা হয়েছিল, এই ম্যাচে চাপ নেয়ার কিছু নেই। নিজেদের সেরাটা খেললেই আমরা জিতব। সেই কাজটাই করেছি আমরা।’ ম্যাচসেরা এমনটাই বলেন দলের ম্যানেজার কাম কোচ কাওসার আলী। তিনি আরও বলেন, ‘গত ম্যাচে ফিল্ড খুব বেশি করতে পারিনি, ভারতের সঙ্গে তাই পেনাল্টি কর্নারের ওপর মনোযোগী হয়েছিলাম। আজ খেলেছি সম্পূর্ণ অন্যরকম খেলা, মাঠে খেলে গোল করার খেলা। তাতে আমরা সফল হয়েছি।’ সেমিতে জিতলে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে প্রত্যাশা করেন? ‘আমাদের সঙ্গে খেলার পর ভারত পরের ম্যাচে অনেক ভাল খেলেছে। পাকিস্তানও প্রত্যেক ম্যাচে উন্নতি করেছে। দুই দলের খেলায় হকির বনেদীভাব ফুটে উঠেছে। ফাইনাল দুই দলের একটির সঙ্গে হবে, সেখানে একটা অঘটন ঘটাতে চাই আমরা।’ কাওসারের ভাষ্য। ওমানের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ওমানের খেলোয়াড়রা শারীরিক সক্ষমতা ও উচ্চতায় এগিয়ে থাকলেও স্কিলের ক্ষেত্রে প্রতিপক্ষের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। আর এটাকে কাজে লাগিয়েই বাজিমাত করে তারা। তিনটি করে গোল করেন ফরোয়ার্ড মোঃ মোহসিন ও ডিফেন্ডার আশরাফুল ইসলাম। এছাড়া জোড়া গোল করেন ফজলে হোসেন রাব্বি। ১টি করে গোল করেন মাহবুব হোসেন এবং আরশাদ হোসেন।
×