ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাইম মুভার ধর্মঘটে বন্দরে অচলাবস্থা

প্রকাশিত: ০৪:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

প্রাইম মুভার ধর্মঘটে বন্দরে অচলাবস্থা

মহাসড়কে স্কেল স্থাপনের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণের প্রতিবাদে প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলমান ধর্মঘটে অচলাস্থার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার পরিবহনে। মঙ্গলবার ছিল ধর্মঘটের দ্বিতীয় দিন। কর্মসূচী অব্যাহত থাকায় বন্দরে কন্টেনার জট সৃষ্টির আশঙ্কার সৃষ্টি হয়েছে। প্রাইম মুভার মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবু বক্কর জানান, এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে। অভিযোগ রয়েছে স্কেলে ওজন পরিমাপের নামে চালক ও শ্রমিকদের হয়রানি এমনকি নির্যাতনও করা হচ্ছে। মহাসড়কে স্থাপিত ওজন স্কেলে চালক ও শ্রমিকদের হয়রানির প্রতিবাদে সোমবার শুরু হয়েছে প্রাইম মুভার ট্রেইলর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ৫৫ কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এ্যাকর্ড চলতি মাসে নতুন করে চারটি তৈরি পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে ইউরোপীয় ক্রেতাদের জোট এ্যাকর্ড। এ নিয়ে জোটের সম্পর্ক ছিন্ন করা কারখানার সংখ্যা ৫৫-এ দাঁড়াল। এ্যাকর্ড অন ফায়ার এ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। কর্ম পরিবেশ উন্নয়নে সংস্কার কাজ না করা, সন্তোষজনক অগ্রগতি না হওয়া কিংবা সংশোধন কর্মপরিকল্পনা (ক্যাপ) জমা না দেয়া- এই তিন কারণেই গত ৮ সেপ্টেম্বর একসঙ্গে চার কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এ্যাকর্ড। কারখানাগুলো হচ্ছে- গাজীপুরের ড্যানিস নিটওয়্যার লিমিটেড ও কেনটু এশিয়া লিমিটেড, সাভারের হ্যানও হ্যাটস এ্যান্ড ক্যাপস লিমিটেড এবং হানওয়িন (বিডি) লিমিটেড। গত ১৮ আগস্ট ফ্রেশ ফ্যাশন ওয়্যার নামে গাজীপুরের আরেকটি কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই জোট। ত্রুটি সংস্কার কাজে অগ্রগতিতে ব্যর্থ কারখানাগুলো এ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ১৯০ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের পোশাক তৈরির কাজ পাবে না। -অর্থনৈতিক রিপোর্টার
×