ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেনশন ফান্ডে সঞ্চয়পত্র কিনলেও মুনাফায় কর দিতে হবে

প্রকাশিত: ০৪:৫২, ২৮ সেপ্টেম্বর ২০১৬

পেনশন ফান্ডে সঞ্চয়পত্র কিনলেও মুনাফায় কর দিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যক্তি করের পাশাপাশি এবার পেনশন ফান্ড, গ্র্যাচুয়িটি ফান্ড, স্বীকৃত ভবিষ্যত তহবিল বা শ্রমিক মুনাফা অংশগ্রহণ ফান্ড দ্বারা সঞ্চয়পত্র কিনলেও কর দিতে হবে। ব্যক্তির মতোই এসব ক্ষেত্রেও এখন থেকে মুনাফার ওপর ৫ শতাংশ হারে কর নেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার জারিকৃত এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিসের নির্বাহীদের এ নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে তারা সঞ্চয়পত্রের মুনাফা প্রদানের সময় নির্দিষ্ট হারে কর কর্তন করেন। সার্কুলারে বলা হয়েছে, ব্যক্তি শ্রেণীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক অর্থাৎ পেনশন ফান্ড, গ্র্যাচুয়িটি ফান্ড বা স্বীকৃত ভবিষ্যত তহবিল বা শ্রমিক মুনাফা অংশগ্রহণ ফান্ড দ্বারা সঞ্চয়পত্র কিনলে তার সুদ প্রদানের সময় উৎসে কর হিসেবে ৫ শতাংশ হারে কেটে রাখতে বলা হয়েছে। তবে ৫ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চপত্রের বিনিয়োগের ওপর প্রাপ্ত সুদ থেকে কোন আয়কর না কাটার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড থেকে উদ্ভূত সুদ হতে আয়কর কর্তন করা যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়েছে। অর্থ আইন ২০১৬ এর উৎসে কর সংক্রান্ত নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর করতে বলা হয়েছে। অহেতুক অডিট আপত্তি পরিহার করতে চায় এনবিআর অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজস্ব সংগ্রহে গতিশীলতা বৃদ্ধিতে অহেতুক অডিট আপত্তি পরিহার করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অডিট ব্যবস্থাপনার উন্নয়ন ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে মঙ্গলবার এনবিআরের সম্মেলন কক্ষে ‘অডিট ব্যবস্থাপনার মানোন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে আয়কর, কাস্টমস ও ভ্যাটের দফতরসমূহে অডিট আপত্তির সংখ্যাও বেড়েছে। এ জন্য কর্মশালা থেকে অধিকাংশ বক্তারা অহেতুক অডিট আপত্তি পরিহার করার পক্ষে মত দিয়েছেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, এ ধরনের কর্মশালা আয়োজন অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। এর মাধ্যমে উত্থাপিত অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। রাজস্ব সংগ্রহের কাজে গতিশীলতা আসবে। পাশাপাশি অহেতুক অডিট আপত্তি পরিহার করে সৃষ্টি হবে করদাতাবান্ধব পরিবেশ। তিনি বলেন, আমরা কর দেই, জাতীয় সঞ্চয় হয়। আহরিত রাজস্বের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা দরকার। অন্যদিকে এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, জনগণ রাষ্ট্রের রাজস্ব ভা-ারকে সমৃদ্ধ করতে রাজস্ব দেন। তাই, তাদের দেয়া রাজস্ব যেন সরকারী কোষাগারে যথাযথভাবে জমা পড়ে এজন্য এনবিআর ও অডিট বিভাগ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। তিনি বলেন, অডিট সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে।
×