ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাবা তানভীরের বিরুদ্ধে গলায় ছুরি ধরারবর্ণনা দিয়ে সোয়াদের ফেসবুক স্ট্যাটাস

প্রকাশিত: ০৪:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

বাবা তানভীরের বিরুদ্ধে গলায় ছুরি ধরারবর্ণনা দিয়ে সোয়াদের ফেসবুক স্ট্যাটাস

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির কক্ষ থেকে পাওয়া সুইসাইড নোটের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তার একমাত্র ছেলে আয়মান সোয়াদ আহমেদ। সোমবার রাতে পোস্ট করা ওই স্ট্যাটাসে তার গলায় বাবা তানভীর আহমদের ছুরি ধরার সত্যতা তুলে ধরে ও ঘটনার বর্ণনা দিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে সোয়াদ। সেখানে সে আরও দাবি করেছে, তার সামনেই তার মাকে মারার চেষ্টা করেছিল বাবা তানভীর আহমদ। গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহান জলির লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষ থেকে উদ্ধার করা সুইসাইড নোটে লেখা ছিল, ‘সোয়াদকে যেন ওর বাবা (তানভীর আহমদ) কোনভাবেই নিজের হেফাজতে নিতে না পারে। যে বাবা সন্তানের গলায় ছুরি ধরতে পারেন সে যে কোন সময় সন্তানকে মেরে ফেলতে বা মরতে বাধ্য করতে পারে। ঢাকায় নানাবাড়িতে অবস্থান করা সোয়াদ ঘটনার পর থেকে চুপ ছিল। তবে সোমবার রাতে ফেসবুকে পোস্টে ঘটনার সত্যতা তুলে ধরে সোয়াদ। তার ফেসবুক পোস্টে সে উল্লেখ করেছে, ‘আম্মা আর আমি বাইরে যেতে চাইসিলাম আমার এক বান্ধবীর বাসায়। অনুমতি চাওয়ার সময় আব্বা বলে ‘তোমার আম্মাকে বলো ওর মতো চলে যেতে। আমি তোমাকে দিয়ে আসব’। আব্বা বলে ‘তোমাকে ওই মহিলার সঙ্গে যেতে দিব না। গেলে আমার সঙ্গে যাবা, নাহলে নাই’। পরে সন্ধ্যা বেলায় আব্বাকে বলি ‘প্ল্যানটা নষ্ট করার জন্য ধন্যবাদ’ তখন আব্বা বলে উঠে ‘তুই কি ঝগড়া লাগাইতে চাস? তোর আম্মার মতো হয়েছিস’। আমি বলি ‘আমার আম্মার নামে এইসব কথা বলবা না। খবরদার!’ আব্বা বলে ‘তোর মায়ের সঙ্গে কথা বন্ধ কর, এই কথাগুলাও বন্ধ হয়ে যাবে।’ আমি বলি ‘বন্ধ করব না!’ আব্বা তখন রান্নাঘরে গিয়ে একটা বড় চাকু নিয়ে এসে আমার গলায় ধরে বলে ‘কি বললি? শুনতে পাইনি’ বললাম অল্প শুরে ‘বন্ধ করব না। মেরে ফেলতে চাইলে মারো। আম্মাকে তো আমার সামনে মারার চেষ্টা করেছো। সিউরলি এটাও পারবে।’ আব্বা চাকুটা ছুড়ে মাটিতে ফেলে দিল। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক তানভীর আহমদের সঙ্গে দীর্ঘদিন সংসার করেন আকতার জাহান। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়।
×