ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় আগুনে পুড়িয়ে হত্যার শিকার সৈয়দের বাড়ি রাজশাহী

প্রকাশিত: ০৪:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬

মালয়েশিয়ায় আগুনে পুড়িয়ে হত্যার শিকার সৈয়দের বাড়ি রাজশাহী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মালয়েশিয়ায় আগুনে পুড়িয়ে হত্যাকা-ের শিকার যুবক রাজশাহীর দুর্গাপুর উপজেলার সৈয়দ আব্দুল ম-ল (৩৫)। তিনি সেখানে মুদি ব্যবসা শুরু করেছিলেন। রবিবার মালয়েশিয়ান সময় রাত ১২টার দিকে সৈয়দ আব্দুলকে আগুনে পুড়িয়ে হত্যা করে একটি সমুদ্র সৈকতের ধারে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সৈয়দ দুর্গাপুর উপজেলার রাতুগ্রামের আব্দুল কাদের ম-লের ছেলে। ওই ঘটনায় দুর্গাপুরের রাতুগ্রামে তার পরিবারে চলছে শোকের মাতম। নিহতের শ্যালক আব্দুর রাজ্জাক মালয়েশিয়া প্রবাসী। সেখান থেকে তিনি জানান, তারা সৈয়দের লাশ শনাক্ত করেছেন। তিনি জানান, রবিবার রাতে সৈয়দ আব্দুলকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। স্থানীয়রা সমুদ্রের ধারে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। আব্দুর রাজ্জাক জানান, সোমবার সকালে জরুরী কাজে দুলাভাইয়ের মোবাইলে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ সময় তার বাসায় গিয়ে দেখি লাশসহ পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানে লাশ আগুনে পুড়ে বিকৃতি হয়ে যাওয়ায় হাতে স্বর্ণের আংটি দেখে তিনি সৈয়দের লাশ শনাক্ত করেন। তিনি জানান, তার দুলাভাইকে এমনভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে যে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। দেশে থাকা নিহতের স্বজনরা জানান, সৈয়দ আব্দুল ২০১০ সালে কাজের জন্য মালয়েশিয়া পাড়ি দেন। সেখানে গিয়ে একটি মুদি দোকানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। সর্বশেষে গত ১৫দিন আগে ওখানে একটি মুদি দোকান কিনে নিজেই ব্যবসা শুরু করেন। নিহত সৈয়দের বাবা আব্দুল কাদের জানান, তিন বছর আগে তার মেজো ছেলেকে হত্যা করে দুর্বৃত্তরা। এবার আবারও তার বড় ছেলেকে ষড়যন্ত্র করে মালয়েশিয়ায় আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। আর ছোট ছেলে বর্তমানে রোমানিয়া থাকেন বলে জানান। তিনি ছেলের লাশ ফিরে পেতে সরকারের সহযোগিতা চান। তবে কিভাবে কোথায় যোগাযোগ করবেন তা ভেবে পাচ্ছেন না। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, এ রকম কোন বার্তা এখনও থানায় আসেনি।
×