ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রমিক অসন্তোষ ॥ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত: ০৪:১২, ২৮ সেপ্টেম্বর ২০১৬

শ্রমিক অসন্তোষ ॥ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ॥ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রীম নিট ওয়ার লিঃ নামে একটি পোশাক তৈরির কারখানাটি শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সোমবার রাতেই কারখানার গেটে বন্ধের নোটিস ঝুলিয়ে দেয়। মঙ্গলবার থেকে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়। এ কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, খাবার ও যাতায়াত ভাতা, টিফিন বিল বৃদ্ধির দাবিতে গত রবি ও সোমবার কর্মবিরতি পালন করে আসছিল। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সুপ্রীম নিট ওয়ার লিঃ কারখানায় তিন হাজার শ্রমিক কাজ করছে। শ্রমিকরা হাজিরা বোনাস ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, খাবার ও যাতায়াত ভাতা ১৫৩০ থেকে ২০০০ টাকা, টিফিন বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা ও বেতন ভাতা রাতে না দিয়ে দিনের বেলা বেতন ভাতা পরিশোধ করার দাবিতে রবি ও সোমবার কর্মবিরতি পালন করেছে। পরে কর্তৃপক্ষ কারখানার পরিবেশ ফিরিয়ে আনতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সোমবার রাতে কারখানার গেটে নোটিস ঝুলিয়ে দেয়। নোটিসে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত কারখানার ব্যবস্থাপনা পরিচালকের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। ব্রহ্মপুত্রে ডুবে বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ২৭ সেপ্টেম্বর ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে এসে পানিতে ডুবে এক মহিলার মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার টেকিরচর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া মাইজহাটি খেয়াঘাট এলাকা সোমবার সকালে। নিহতের স্বামী জানায়, আমার স্ত্রী বেদেনা খাতুন (৬২) সোমবার সকালে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বেদেনার বাড়ি গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের মধ্যের টেক গ্রামে। নৌকাবাইচ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বর ॥ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়িতে বার্ষিক মেলা উপলক্ষে সোমবার বিকেলে কুমার নদে আকর্ষণীয় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তেলজুড়ির ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে কুমার নদের দু’পাড়ে মানুষের ঢল নামে। বিভিন্ন অঞ্চলের সাতটি নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মেলা পরিচালনা কমিটির সদস্য মোঃ লিয়াকত হোসেন লিটন মিয়া জানান, প্রতি বছর ২৬ সেপ্টেম্বর এ নৌকাবাইচ ও মেলা হয়ে থাকে। তামারহাজীর সাইদ মিয়ার নৌকা প্রথম, তামারহাজীর বাকু মোল্লার নৌকা দ্বিতীয় এবং পোয়াইলের আফজালের নৌকা তৃতীয় হয়। ছায়া জাতিসংঘ সম্মেলন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। ইউনাইটেড নেশন্স ইয়ুথ এ্যান্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগীয় শাখার উদ্যোগে এ সম্মেলনের উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। মঙ্গলবার ক্যাফেটোরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিস্যাবের রাজশাহী বিভাগের কো-অর্ডিনেটর জাওয়াদ আমীন। ‘বৈশ্বিক সম্প্রদায়ের অর্থনৈতিক ও পরিবেশগত লক্ষ্যসমূহের সামঞ্জস্য বিধানকরণ’ প্রতিপাদ্যে সিনেট ভবন ও ৬টি সম্মেলন কক্ষে সম্মেলনের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে।
×