ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্ব্যবহার ॥ রাবি শিক্ষকের কক্ষে তালা

প্রকাশিত: ০৪:১০, ২৮ সেপ্টেম্বর ২০১৬

দুর্ব্যবহার ॥ রাবি  শিক্ষকের কক্ষে তালা

রাবি সংবাদদাতা ॥ দুর্ব্যবহারের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষক পাক নেহাদ বানুকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে তার পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই আবাসিক শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে হল প্রাধ্যক্ষ মিলি জেসমিন এবং পাক নেহাদ বানুর পদত্যাগ দাবিতে স্লোগান দেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, পাক নেহাদ বানু প্রায়শই তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা এ বিষয়ে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছিলেন। সে সময় বলা হয়েছিল, তিনি শুধরে যাবেন। কিন্তু পরে তিনি আবারও শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তাদের খুঁজে বের করে হেনস্থা করেন। রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ওই হলের শিক্ষার্থীরা হলের অব্যবস্থাপনা এবং এক কর্মকর্তার খারাপ ব্যবহারসহ বিভিন্ন সমস্যার কথা আমাকে জানিয়েছিলেন। আমি ভেবেছিলাম হলের শিক্ষকরা শুধরে যাবেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখন নতুন করে সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। প্রসঙ্গত, গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রহমাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ মিলি জেসমিন ও আবাসিক শিক্ষক পাক নেহাদ বানুর পদত্যাগ দাবিতে হলের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ঝালকাঠিতে ১৪ রুটে বাস চলাচল বন্ধ ॥ যাত্রী দুর্ভোগ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৭ সেপ্টেম্বর ॥ বাস চালকের ওপর হামলার বিচার দাবিতে মঙ্গলবার থেকে ১৪টি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ফেনী-জ-০৪-০০১১ গাড়ির চালক নান্না সিকদার ও সুপারভাইজারকে পিরোজপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক ও তার পিএ পিটিয়ে গুরুতর আহত করে। বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জজ কোর্টের সামনে বাস টার্মিনালে যাওয়ার পথে গাড়ির সামনে রিক্সা এসে পড়লে চালক ব্রেক করে। এ সময় গাড়ির পেছনে থাকা দুটি অটোও ব্রেক করে। এতে অটোর কোন ক্ষতি না হলেও একটি অটোয় পিরোজপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক বসা ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি গাড়ির চালককে পিটিয়ে আহত করেন। এই ঘটনার পরে ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এই ঘটনার বিচার দাবি করে পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতিকে গাড়ি নিরাপদে চলাচলের নিরাপত্তা দাবি করে চিঠি দেয়। কিন্তু ৪ দিনের মধ্যে কোন ব্যবস্থা গ্রহণ না করায় ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য গাড়ি বন্ধ করে দেয়।
×