ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্ত্রী-কন্যার পর পুত্রসহ সাবেক আমলার আত্মহত্যা

প্রকাশিত: ০৪:০৭, ২৮ সেপ্টেম্বর ২০১৬

স্ত্রী-কন্যার পর পুত্রসহ সাবেক আমলার আত্মহত্যা

ভারতের একজন সাবেক আমলার স্ত্রী-কন্যা আত্মহত্যা করার পর ছেলেসহ তিনি নিজেও আত্মহত্যা করেছেন। বিকে বানসাল নামের ওই কর্মকর্তা ভারতের কর্পোরেট এ্যাফেয়ার্স মন্ত্রণালয়ে মহাপরিচালক পদে নিয়োজিত ছিলেন। গত জুলাইয়ে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের দু’দিন পর তার স্ত্রী ও মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ১৭ জুলাই বানসালকে একটি কোম্পানির কাছ থেকে ৯ লাখ রুপী ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়। মুম্বাইভিত্তিক একটি ওষুধ কোম্পানির আইন লঙ্ঘনের বিষয়টি দেখভাল করছিলেন বানসাল। কোম্পানিটি এর থেকে বের হওয়ার পথ খুঁজছিল। বানসাল কোম্পানিটিকে এর থেকে উদ্ধারের বিনিময়ে ২০ লাখ রুপী ঘুষ দাবি করেন। -এনডিটিভি সুন্দরী শিক্ষিকাদের জন্য... অপরূপা সুন্দরী শিক্ষিকা বলে কথা। শুধু তাদের একনজর দেখতে চীনের সিচুয়ান নরমাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অতিরিক্ত ক্লাস করছে। বিশ্ববিদ্যালয়টির আকর্ষণীয় চেহারার ১৬ শিক্ষিকার ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করে কর্তৃপক্ষ। যা ভাইরাল হয়ে ওঠে। ফটো বাছাইয়ে তাদের গান, নাচ ও ইংরেজী দক্ষতা বিবেচনা করা হয়। - অডিটি সেন্ট্রাল গুগলের নয়া অপারেটিং সিস্টেম বাজারে আসছে গুগলের নয়া অপারেটিং সিস্টেম (ওএস)। এ্যান্ড্রয়েড ও ক্রোম ওএসের সমন্বয়ে ‘এ্যান্ড্রমিডা’ নাম দিয়ে এই অপারেটিং সিস্টেম তৈরির কাজ চলছে। ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে গুগল ওএস ও দুটি নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে। নতুন স্মার্টফোন হবে পিক্সেল সিরিজের। গুগলের এ্যান্ড্রয়েড, ক্রোম ওএস এ্যান্ড প্লে ডিপার্টমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমারের টুইট ঘিরে ওএস নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। -বিজনেস ইনসাইডার
×