ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলারির স্ট্যামিনার অভাব রয়েছে ॥ ট্রাম্প, নারীদের কুকুর বলে হেয় করেছেন তিনি ॥ হিলারি

প্রথম বিতর্কে দুই প্রার্থীর মধ্যে কাদা ছোড়ার চেষ্টাই বেশি

প্রকাশিত: ০৪:০৬, ২৮ সেপ্টেম্বর ২০১৬

প্রথম বিতর্কে দুই প্রার্থীর মধ্যে কাদা ছোড়ার চেষ্টাই বেশি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম টেলিভিশন বিতর্কে পরস্পরকে লক্ষ্য করে আক্রমণাত্মক বাক্যবাণ চালিয়েছেন দুই প্রধান প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের হেম্পস্টেডের হোফস্ট্রা ইউনিভার্সিটিতে স্থানীয় সময় সোমবার রাতে অনুষ্ঠিত ৯০ মিনিটের এই বিতর্কে অর্থনীতি, কর্মসংস্থান, কর, বর্ণবাদ আর নিরাপত্তা ইস্যুগুলো প্রাধান্য পেয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলেন, দুই প্রার্থী পরস্পরকে লক্ষ্য করে বরং কাদা ছোড়ার চেষ্টাই বেশি করেছেন। খবর ওয়াশিংটন পোস্ট, বিবিসি ও এএফপির। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম ‘যুক্তরাষ্ট্রে কী না’ নির্বাচনী প্রচারে এমন প্রশ্ন তোলায় ট্রাম্পের বিরুদ্ধে ‘বর্ণবাদী আচরণের’ অভিযোগ আনেন হিলারি। অপরদিকে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাই নেই হিলারির। তিনি প্রেসিডেন্টের মতো দেখতেও নন, তার অদম্য মানসিক শক্তিও (স্ট্যামিনা) নেই। ফলে তিনি কোনভাবেই বাণিজ্যিক চুক্তি সম্পাদিত করতে পারবেন না। জবাবে হিলারি বলেছেন, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ১১২ দেশে সফর করেছি এবং বহু বাণিজ্যিক চুক্তি আলোচনা, মধ্যস্থতা ও সই করেছি। আর স্ট্যামিনা নিয়ে ট্রাম্প আমার থেকে পরামর্শ নিতে পারেন। হিলারির বক্তব্য শুনে ট্রাম্পের মন্তব্য, হিলারির অভিজ্ঞতা রয়েছে নিশ্চয়ই, তবে তা সুখকর নয়। পাল্টা হিলারিও বলেন, ট্রাম্প নারীদের শূকর, অলস ও কুকুর বলে হেয় করেছেন। ট্রাম্প ও হিলারি দুজনেই দুজনের প্রার্থিতা নিয়ে আক্রমণ করেন। ট্রাম্পের বিরুদ্ধে আয়করের তথ্য গোপনের অভিযোগ আনেন হিলারি। পাল্টা জবাব হিসেবে ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ডিলিট করে দেয়া ব্যক্তিগত ৩৩ হাজার ই-মেইল হিলারি প্রকাশ করলে তিনিও তার আয়কর বিবরণী প্রকাশ করবেন তার আইনজীবীর ইচ্ছার বিরুদ্ধে। এর জবাবে হিলারি বলেন, তিনি যদি একই কাজ পুনরায় করেন তাহলে তিনি তা ভিন্নভাবে করবেন। ব্যক্তিগত ই-মেইল সার্ভার নিয়ে ভুল স্বীকার করে হিলারি বলেন, আমি আমার ওই ভুলের কোন অজুহাত দিতে চাই না এবং এর সম্পূর্ণ দায় নিচ্ছি আমি। তবে ট্রাম্প এর উত্তরে বলেন, এটি ভুল ছিল না। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে।
×