ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫০ লাখ পরিবার ৫ মাস ১০ টাকা দরে ৩০ কেজি চাল পাবে

প্রকাশিত: ০২:০৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬

৫০ লাখ পরিবার ৫ মাস ১০ টাকা দরে ৩০ কেজি চাল পাবে

সংসদ রিপোর্টার ॥ এ বছর থেকে সরকার সারাদেশে গ্রামীণ জনপদের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কার্ডের মাধ্যমে ১০টাকা কেজি ধরে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম চালু করেছে। সারাদেশে ৫০ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে প্রদান করা হবে। এ কর্মসূচি প্রতিবছর মার্চ থেকে নবেম্বর এই পাঁচ মাসব্যাপী চলবে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি জানান, দেশের সকল মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অন্যতম কর্মসূচি হিসেবে স্বল্প মূল্যে মহানগর, বিভাগ, জেলা পর্যায়ে ওএমএস খাতে আটা বিক্রয় কার্যক্রম চালু করে আসছে। বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষি উৎপাদনের উপকরণসমূহ বিশেষতঃ রাসায়নিক সার সহজলভ্য করা হয়েছে। নন-ইউরিয়া সারের মূল্য প্রায় দুই-তৃতীয়াংশ হ্রাস করা হয়েছে। সেচের জন্য ডিজেলে ভর্তুকী প্রদানসহ সেচ মৌসুমে বিশেষ ব্যবস্থাপনায় সেচ যন্ত্রে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুত সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষকদের স্বল্প পুঁজি তথা মাত্র দশ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগসহ বর্ধিত হারে ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এসব কার্যক্রম গ্রহনের ফলে বর্তমানে দেশ চাল উৎপাদনে স্বয়ংসস্পূর্ণতা অর্জন করেছে এবং বিদেশেও চাল রফতানি করছে।
×