ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খণ্ডিত তথ্য ও মিথ্যাচার বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ: ইনু

প্রকাশিত: ০১:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬

খণ্ডিত তথ্য ও মিথ্যাচার বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ: ইনু

অনলাইন ডেস্ক ॥ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে খণ্ডিত তথ্য ও মিথ্যাচার বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমনে ও প্রশাসনের দুর্নীতি রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্যমন্ত্রী বলেন, যারা পরাজিত শত্রু। সাম্প্রদায়িক শত্রুরা পাল্টা আক্রমণ শুরু করে। আর সেই আক্রমণের প্রধান হাতিয়ার হলো খণ্ডিত মিথ্যাচার। খণ্ডিত তথ্য মিথ্যাচারের মধ্য দিয়ে বিভ্রান্তির বেলুন ফানুস উড়াতে থাকে। সেই ফানুসের মধ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করা হয়। এর মাধ্যমে অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে খণ্ডিত মিথ্যাচার বন্ধ করতে তথ্য অধিকার আইন খুবই জরুরি হয়ে পড়েছে। এছাড়াও, সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান জানান, ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে তথ্য অধিকার আইন অনুযায়ী ৭৬ হাজার ৪৩ জন মানুষ তথ্য চেয়েছেন। এর মধ্যে তথ্য পেয়েছেন ৯৬ দশমিক ১০ শতাংশ মানুষ। আগামীকাল তথ্য অধিকার দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান তথ্যমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল এই অনুষ্ঠান হবে। প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান জানান, দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠান ছাড়াও শোভাযাত্রা, সমাবেশ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, টক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।
×