ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর কারাদন্ড

প্রকাশিত: ২৩:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

রাজশাহীতে স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাগমারায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় স্বামীর ৭ বছরের স্বশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিচারক শহীদ আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ে দন্ডপ্রাপ্ত আসামীর নাম সোহরাব হোসেন (৪৫)। তিনি জেলার বাগামারা উপজেলার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা বেগম মামলার সংক্ষিপ্ত বিবরণের উদৃতি দিয়ে জানান, গত বছরের ৩১ জানুয়ারি সকালে নিজ বাড়িতে সোহরাব হোসেন তার স্ত্রী ঝর্না বেগমের (৪০) কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে সোহরাব লাঠি দিয়ে র্ঝনার ডান হাত ভেঙ্গে দেয়। এছাড়া শারিরিক নির্যাতনে গুরুতর জখম করে। ঘটনার দুই দিন পর ঝর্না বাগমারা থানায় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে এ মামলায় আসামীকে ৭ বছরের স্বশ্রম কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। ২৫ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা ভিকটিমকে এবং বাকি ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
×