ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কমেছে সূচক ও লেনদেন

প্রকাশিত: ২২:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬

কমেছে সূচক ও লেনদেন

অনলাইন ডেস্ক ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সূচকের সাথে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন উভয় বাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৩৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮ কোটি ৭২ লাখ টাকা কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৫৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
×