ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগে সাবেক আইএমএফ প্রধানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:৫০, ২৭ সেপ্টেম্বর ২০১৬

দুর্নীতির অভিযোগে সাবেক আইএমএফ প্রধানের বিরুদ্ধে মামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক অর্থ বিল আইএমএফের সাবেক প্রধান রডরিগো রাটো বিচারের সম্মুখীন হয়েছেন। স্পেনের দুটি শীর্ষস্থানীয় ব্যাংকের প্রধান থাকাকালে দুর্নীতির বিষয়টি ইচ্ছা করে এড়িয়ে যাওয়ার দায়ে এই বিচারের সম্মুখীন হয়েছেন তিনি। খবর এএফপির। সোমবার মাদ্রিদের বাইরের এক আদালতে রডরিগো রাটোকে হাজির করা হলে বাইরে সাধারণ জনতা তার বিরুদ্ধে সেøাগানে ফেটে পড়ে। জনতা সাবেক এই ব্যাংকারকে ‘চোর ও জালিয়াত’ বলে সেøাগান দেয়। তিনি দেশটির সাবেক অর্থ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দুটি ব্যাংকের অপর ৬৪ নির্বাহী কর্মকর্তা ও বোর্ড সদস্যের সঙ্গে বিচারের সম্মুখীন হয়েছেন রাটো। সাবেক আইএম এফ প্রধান স্পেনের ওই ব্যাংক দুটির শীর্ষপদে থাকাকালে তিনি ও তার অপর নির্বাহী কর্মকর্তারা ব্যাংকের তহবিল তছরুপ করেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে কাজামাদ্রিদ ও ব্যাংকিয়া নামের ওই দুটি ব্যাংক প্রায় ফতুর হওয়ার উপক্রম হয়েছিল। এজন্য স্পেনকে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা নিতে হয়।
×