ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিরুদ্ধে নদীর পানি অস্ত্র হিসেবে ব্যবহার করবে ভারত

প্রকাশিত: ০৮:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানের বিরুদ্ধে নদীর পানি অস্ত্র হিসেবে ব্যবহার করবে ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত-শাসিত কাশ্মীরের উরিতে হামলার এক সপ্তাহ পর ভারত সোমবার সংকেত দিয়েছে, পাকিস্তানের সঙ্গে করা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে না এলেও সিন্ধু অববাহিকার পানিকে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে তারা। খবর বিবিসির। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের উরিতে একটি সেনাঘাঁটিতে কয়েকজন বন্দুকধারীর আক্রমণে ১৮ জন সৈন্য নিহত হয়। ভারত বলছে, ওই আক্রমণকারীরা পাকিস্তান থেকে আসা এবং একটি নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সদস্য। এ আক্রমণের পর থেকে ভারত কিভাবে এর পাল্টা জবাব দেয়া হবে তা নিয়ে উর্ধতন মহলে নানা ভাবনাচিন্তা চলছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের শীর্ষস্থানীয় সরকারী কর্মকর্তাদের এক জরুরী বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, সিন্ধু, ঝিলাম ও চেনাব এই তিনটি নদীর পানিকে কীভাবে ভারত আরও বেশি ব্যবহার করতে পারে সেই উপায় খতিয়ে দেখার সিদ্ধান্ত হবে। বর্তমান চুক্তি অনুসারে পাকিস্তান এই তিনটি নদীর পানির সিংহভাগ পেয়ে থাকে। কিন্তু ভারত বলছে, পারস্পরিক আস্থা না-থাকলে সেই চুক্তি বজায় রাখা সম্ভব নয়।
×