ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় পরমাণু শক্তি সংস্থার সাধারণ অধিবেশন শুরু

প্রকাশিত: ০৮:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

ভিয়েনায় পরমাণু শক্তি সংস্থার সাধারণ অধিবেশন শুরু

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদর দফতরে সংস্থাটির ৬০তম সাধারণ অধিবেশন ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়েছে যা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে ১৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশের প্রতিনিধি দল যোগ দিয়েছে। দলের নেতৃত্ব দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অন্যান্যের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক। এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৬০তম সাধারণ অধিবেশন এলাকায় বাংলাদেশেরও একটি স্টল রয়েছে।-বিজ্ঞপ্তি
×