ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাখালী ও যাত্রাবাড়ীতে অগ্নিকা-, ক্ষয়ক্ষতি নিরূপণ হয়নি

প্রকাশিত: ০৮:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৬

মহাখালী ও যাত্রাবাড়ীতে অগ্নিকা-, ক্ষয়ক্ষতি নিরূপণ হয়নি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালী ও যাত্রবাড়ীতে তিনটি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এর মধ্যে মহাখালীতে পুরনো বন ভবনের পঞ্চমতলায় ও একটি আবাসিক ভবনের চারতলায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রতিটি স্থানে দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। তদন্ত করে তারা বিষয়টি জানাবেন বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান। স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে মহাখালীর আমতলী এলাকার পুরাতন বন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেলে মহাখালী ডিওএইচএসের ৩১ নম্বর রোডের ৪৫০ নম্বর বাসার চারতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দিন সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীতে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, সোমবার সকালে মাতুয়াইলের ওই কারখানায় আগুন লাগে।
×