ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার

প্রকাশিত: ০৮:২১, ২৭ সেপ্টেম্বর ২০১৬

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার

স্টাফ রিপোর্টার ॥ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। যেখানে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেবেন বলে জানিয়েছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেয়া হবে। এ হিসেবে এ বিসিএসের প্রিলিমিনারিতে প্রতি পদের জন্য লড়ছেন ১৯৮ প্রার্থী। শুক্রবার সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হবে জানিয়ে পিএসসির চেয়ারম্যান ড. মুহম্মদ সাদিক বলেছেন, এবারের পরীক্ষায় রেকর্ডসংখ্যক প্রার্থী অংশ নিতে যাচ্ছে। পরীক্ষার আগে সকালে লটারি করে নির্ধারণ করা হবে কোন সেটে পরীক্ষা গ্রহণ করা হবে। গেল লিখিত পরীক্ষার প্রথম দিন লটারি ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে করা হয়েছে। জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে। এবার ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায়ও সেটা করা হবে বলে জানান চেয়ারম্যান।
×