ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীর্ষেন্দুর চিঠির জবাব দেয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে অভিনন্দন

প্রকাশিত: ০৮:০৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬

শীর্ষেন্দুর চিঠির জবাব দেয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে অভিনন্দন

সংসদ রিপোর্টার ॥ পাটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির জবাব এবং চাহিদা অনুযায়ী মির্জাগঞ্জের পায়রা নদীতে সেতু নির্মাণের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সোমবার রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে পাটুয়াখালীর সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন। এ সময় চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী আপামর জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন। পটুয়াখালীর চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দুর চিঠির জবাব দিয়ে যে নজির স্থাপন করলেন, তা সত্যিই দেশের মানুষকে উদ্বেলিত করেছে। এ জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদের সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। উল্লেখ্য, সম্প্রতি শীর্ষেন্দু বিশ্বাস তার এলাকা পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লেখেন। প্রধানমন্ত্রী ও চিঠির জবাব দেন এবং শীর্ষেন্দুকে আশ্বস্ত করেন -ব্রিজটি নির্মাণ করা হবে।
×