ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে ভাষণ

কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখা বাদ দিন ॥ নওয়াজ শরীফকে সুষমা স্বরাজ

প্রকাশিত: ০৮:০১, ২৭ সেপ্টেম্বর ২০১৬

 কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখা বাদ দিন ॥ নওয়াজ শরীফকে সুষমা স্বরাজ

জনকণ্ঠ ডেস্ক ॥ কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে পাকিস্তানকে উদ্দেশ্য করে দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেন, কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখা বাদ দিন। সন্ত্রাসী হামলা চালিয়ে ইসলামাবাদ যে ভূখণ্ড দখল করে নেয়ার স্বপ্ন দেখছে, তা অবশ্যই পরিহার করতে হবে। সুষমা বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সবসময়ই থাকবে। সাধারণ পরিষদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতকে সমালোচনা করে বক্তব্য দেয়ার কয়েক দিনের মাথায় রবিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এই ভাষণ দিলেন। ভাষণে সুষমা স্বরাজ পাকিস্তানকে সন্ত্রাসীদের লালনকারী, মদদদাতা এবং অন্য দেশে সন্ত্রাসী অনুপ্রবেশে সহায়তাকারী দেশ হিসেবে আখ্যা দেন। পাশাপাশি পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলার কথাও বলেন সুষমা। এ সময় বালুচদের ওপর ইসলামাবাদের দমন পীড়ন নিয়েও কথা বলেন তিনি। গত সপ্তাহে জাতিসংঘে দেয়া ভাষণে নওয়াজ শরীফ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করেন। খবর এনডিটিভি ও দ্য হিন্দু অনলাইনের। নওয়াজ শরীফের এক মন্তব্যের জেরে সুষমা স্বরাজ বলেন, গত দুই বছর ধরে পাকিস্তান ভারতে হামলা চালিয়ে আসছে। মাত্র কয়েকদিন আগে কাশ্মীরের উরির সেনা ছাউনিতে হামলায় অন্তত ১৮ সৈন্য নিহত হয়। এ সময় সন্ত্রাসবাদকেই সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেন তিনি। সুষমা বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে এবং সন্ত্রাসীদের ব্যবহার করছে। এ জন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ১৮ সেপ্টেম্বর ভোরে উরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে একটি ভারতীয় সেনা ব্রিগেডের সদর দফতরে চার ‘বিচ্ছিন্নতাবাদীর’ হামলায় ১৮ সেনা নিহত হয়। গত ১৫ বছরে কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর এটিই সবচেয়ে বড় আঘাত। দুই দিন পর সন্ধ্যায় নওগ্রাম সেক্টরে অনুপ্রবেশকারীদের সঙ্গে গোলাগুলিতে এক ভারতীয় সৈন্য নিহত ও অপর দুজন আহত হয়। উরিতে হামলাকারী চার বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে দাবি ভারতের। এরাই ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরপর দুটি হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রচার চালাচ্ছে ভারত। যদিও পাক প্রধানমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে জাতিসংঘে দেয়া বক্তৃতায় বলেন, তার সরকারের সঙ্গে ভারতের আলোচনায় বসার মতো পরিস্থিতি এখন আর নেই। উরি হামলার পেছনের ‘প্রকৃত তথ্য উদঘাটনে’ সোমবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন নওয়াজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। রেডিও পাকিস্তানকে তিনি বলেন, ‘ভারতে যখনই কোন হামলা হয়েছে, দিল্লী থেকে কোন ধরনের তদন্ত ছাড়াই সব সময় পাকিস্তানের ওপর দায় চাপিয়ে আসছে। উরির প্রকৃত তথ্য উদঘাটন করতে একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন গঠন করা উচিত।’ ৯ জুলাই পুলিশী অভিযানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
×