ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোহামেডান ও আরামবাগ ম্যাচ গোলশূন্য ড্র

প্রকাশিত: ০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬

মোহামেডান ও আরামবাগ ম্যাচ গোলশূন্য ড্র

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে ॥ আগের সাত ম্যাচেই জয় নেই। যে কারণে আত্মবিশ্বাস তলানীতে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। এর পরও পুণ্যভূমি সিলেট থেকে প্রথম জয়ের স্বপ্ন বুনছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। কিন্তু এবারও হলো না। সোমবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের (বিপিএল) ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করে মোহামেডান। ম্যাচে দু’দলই কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। প্রথমার্ধের খেলা ছিল অনেকটাই ম্যাড়মেড়ে। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। ম্যাচের শেষদিকে তিনটি পরিষ্কার সুযোগ হাতছাড়া হয় মোহামেডানের। ৭৮ মিনিটে অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার জোরালো শট বারপোস্টের ভেতরের অংশে লেগে প্রতিহত হয়। চার মিনিট পর আবারও হতাশায় ডুবতে হয় কাজী জসিম উদ্দিন জোশির দলকে। এবার ইউসুফ সিফাতের শট সাইডপোস্টে লেগে বাইরে যায়। ৮৬ মিনিটে রাশেদুল ইসলাম শুভর শট আরামবাগ গোলরক্ষক রুখে দেন। ম্যাচের বাকি সময়ও গোলের জন্য মরিয়া আক্রমণ করে মোহামেডান। কিন্তু জাল খুঁজে না পাওয়ায় প্রথম জয় না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় মোহামেডানকে। এই ড্রতে আটটি করে ম্যাচ শেষে আরামবাগের পয়েন্ট ৮ ও মোহামেডানের ৬। ম্যাচ শেষে মোহামেডান কোচ জোশি দলের খেলায় সন্তুষ্টি জানান। তিনি বলেন, ভাগ্য আমাদের সঙ্গে না থাকায় জিততে পারিনি। আরামবাগের কোচ সাইফুল বারী টিটু স্বীকার করে নেন, ড্র করেই তারা সন্তুষ্ট।
×